ঢাকার টানা দ্বিতীয় জয়, সিলেটের হ্যাটট্রিক পরাজয়

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: শনিবার ১৪ই ডিসেম্বর ২০১৯ ১০:৪৩ অপরাহ্ন
ঢাকার টানা দ্বিতীয় জয়, সিলেটের হ্যাটট্রিক পরাজয়

ঢাকা প্লাটুনের বিপক্ষে চ্যালেঞ্জিং স্কোর তাড়া করতে নেমে একাই লড়াই করেছেন সিলেট থান্ডার্সের অধিনায়ক মোসাদ্দেক হোসেন সৈকত। তার ৪৪ বলে ৬টি চার ও এক ছক্কায় গড়া অপরাজিত ৬০ রানের ইনিংসের পরও হ্যাটট্রিক পরাজয় এড়াতে পারেনি সিলেট। এর আগে নিজেদের প্রথম দুই ম্যাচে রাজশাহী রয়্যালসও চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে হেরে যায় সিলেট।

শনিবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে ৪ উইকেটে ১৮২ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়ে ঢাকা প্লাটুন দলের হয়ে সর্বোচ্চ ৬২ রান করেন জাতীয় দলের ওপেনার এনামুল হক বিজয়। তার ইনিংসটি ৪২ বলে ৮টি চার ও এক ছক্কায় সাজানো। জবাবে ব্যাটিংয়ে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ৭ উইকেটে ১৫৮ রানে ইনিংস থামায় সিলেট। দলের হয়ে সর্বোচ্চ ৬০ রান করেন অধিনায়ক মোসাদ্দেক হোসেন সৈকত।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব