কামরাঙ্গীরচরে ভেজাল জুসের কারখানায় অভিযান

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: সোমবার ৩১শে মে ২০২১ ১২:২৪ অপরাহ্ন
কামরাঙ্গীরচরে ভেজাল জুসের কারখানায় অভিযান

কামরাঙ্গীরচরের ইসলাম নগরে ভেজাল জুসের কারখানায় অভিযান চালিয়ে বিপুল পরিমান অনুমোদনহীন জুস জব্দ করেছে মহানগর গোয়েন্দা পুলিশের লালবাগ বিভাগ। কারখানার মালিক শাহিন আলমকে আটক করেছে ডিবি পুলিশ। প্রতিষ্ঠানটিতে ৭ ধরনের পন্য অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি করা হতো। 



পুলিশ জানিয়েছে অস্বাস্থ্যকর পরিবেশে ম্যাংগো জুস, অরেঞ্জ জুস, তেতুলের চাটনিসহ নানা ধরনের খাদ্য তৈরি হচ্ছিল কামরাঙ্গীরচরের আলম ফুড প্রডাক্ট নামক এই কারখানায়। 



কারখানাটির মালিক শাহিন আলম জানান, প্রায় ২ মাস ধরে তিনি এই ব্যবসাটি শুরু করেছেন। কোনো ধরণের ল্যাব কিংবা ক্যামিস্ট ছাড়াই তিনি নিজে তৈরি করছিলেন এসব শিশু পণ্য।



ডিবি পুলিশ বলছে, মিডর্ফোড ও বেগম বাজার থেকে কেমিকেল এনে প্রতিষ্ঠানটি ৭ ধরনের খাদ্যদ্রব্য তৈরি করতো। এই প্রতিষ্ঠানের বিএসটিআইয়ের কোনো অনুমোদন নেই জানিয়ে সংস্থাটি বলছে, নিয়মিত মামলা করে অপরাধীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। 



প্রতিষ্ঠানটি কোথায় কোথায় এসব পন্য বিক্রি করতো তাদের খুজতেও অভিযান অব্যাহত আছে বলে জানায় ডিবি।