শাহজালালে সাত কোটি টাকার স্বর্ণ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বৃহঃস্পতিবার ২৪শে ফেব্রুয়ারি ২০২২ ০৭:১০ অপরাহ্ন
শাহজালালে সাত কোটি টাকার স্বর্ণ উদ্ধার

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই ফেরত একটি বিমানের ভেতর থেকে ৯০টি স্বর্ণের বার উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দারা। উদ্ধার করা স্বর্ণের ওজন প্রায় সাড়ে ১০ কেজি। এর বাজারমূল্য প্রায় সাত কোটি টাকা।


বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) সকালে স্বর্ণগুলো উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন শুল্ক গোয়েন্দার সহকারী রাজস্ব কর্মকর্তা সফিকুল ইসলাম।


তিনি বলেন, বৃহস্পতিবার বিকেলে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কার্যালয়ের আয়োজিত সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।