নওগাঁয় গুদামে তেল মজুদ ও বেশি মূল্যে বিক্রি, জরিমানা

নিজস্ব প্রতিবেদক
রিফাত হোসাইন সবুজ, জেলা প্রতিনিধি, নওগাঁ
প্রকাশিত: শুক্রবার ১৩ই মে ২০২২ ০৯:১০ অপরাহ্ন
নওগাঁয় গুদামে তেল মজুদ ও বেশি মূল্যে বিক্রি, জরিমানা

নওগাঁয় পূর্বের রেটের বোতলজাত তেল গোডাউনে সংরক্ষণ ও অতিরিক্ত মূল্যে বিক্রির অপরাধে দুইটি প্রতিষ্ঠানে ১১ হাজার টাকা জরিমানা করা হয়েছে। শুক্রবার দুপুর আড়াইটার দিনে সদর উপজেলার দুবলহাটি বাজারে অভিযান পরিচলনা করে দুইটি প্রতিষ্ঠানকে মোট ১১হাজার টাকা জরিমানা করে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সহকারী পরিচালক শামীম হোসেন। প্রতিষ্ঠান দু’টি হলো, দুবলহাটি বাজার এলাকার কাজী ভ্যারাইটি ষ্টোর এবং আব্দুল্লাহ ভ্যারাইটি ষ্টোর।


জরিমানার বিষয়টি নিশ্চিত করে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সহকারী পরিচালক শামীম হোসেন বলেন, দুইটি প্রতিষ্টান এর গুদাম থেকে ৪০ লিটার ভোজ্যতেল জব্দ করা হয়েছে। যথাসময়ে বিক্রয় বা সরবরাহ না করার কারনে এবং পূর্বের রেটের তেল গুদামে সংরক্ষণ ও অতিরিক্ত মূল্যে বিক্রয়ের অপরাধে কাজী ভ্যারাইটিজ কে ১০হাজার ও আব্দুল্লাহ ষ্টোরকে এক হাজার টাকা জরিমানা করা হয় । উদ্ধারকৃত তেল উপস্থিত ভোক্তাদের মাঝে বোতলের গায়ে লিখা দামে বিক্রয় করা হয়।


এসময় জরিমানাকৃত দুই প্রতিষ্টানের মালিকরা তাদের ভুল স্বীকার করে আগামীতে আর অবৈধভাবে তেল মজুদ ও বেশি দামে বিক্রি করবেনা বলে জানান।


অভিযানে উপস্থিত ছিলেন জেলা নিরাপদ খাদ্য পরিদর্শক জনান মো: শামসুল হক ও নওগাঁ পুলিশ লাইনের একটি টিম।