কোস্টগার্ডের অভিযানে জেলি মিশ্রিত কোটি টাকার চিংড়ি জব্দ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বৃহঃস্পতিবার ১৮ই আগস্ট ২০২২ ০৬:০২ অপরাহ্ন
কোস্টগার্ডের অভিযানে জেলি মিশ্রিত কোটি টাকার চিংড়ি জব্দ

কোস্টগার্ডের অভিযানে অবৈধ জেলি পুশকৃত ২২৫ মণ চিংড়ি জব্দ করা হয়েছে। বৃহস্প্রতিবার (১৮ আগষ্ট) দুপুরে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এ তথ্য জানান।


তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দিবাগত (১৮ আগস্ট) রাত ৩টার দিকে কোস্টগার্ড স্টেশন পাগলা কর্তৃক স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট রুহান মনজুর এর নেতৃত্বে রাজধানীর কেরানীগঞ্জ উপজেলাধীন ধলেশ্বরী ব্রীজ সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সেলিম রেজা। 


অভিযান চলাকালীন ধলেশ্বরী ব্রীজ এর উপর থেকে ৩ টি যাত্রীবাহী বাস তল্লাশী করে ২২৫ মণ অবৈধ জেলি পুশকৃত চিংড়ি জব্দ করা হয়, যার আনুমানিক বাজার মূল্য ১ কোটি ০৮ লক্ষ টাকা। এ সময় বাসে জেলি পুশকৃত চিংড়ির প্রকৃত মালিক খুঁজে না পাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।


তিনি আরও বলেন, পরবর্তীতে জব্দকৃত জেলি পুশকৃত চিংড়ি সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা এর উপস্থিতিতে মাটিতে পুতে বিনষ্ট করা হয়।