গত ৭ অক্টোবর থেকে আগামী ২৮ অক্টোবর পর্যন্ত ২২ দিন ইলিশ আহরণ নিষিদ্ধ করেছে সরকার। এসময় মা ইলিশের প্রজনন নির্ধারিত করা হয়েছে। তাই মা ইলিশ রক্ষায় নদীতে জাল ফেলা নিষিদ্ধ।
এরই ধারাবাহিকতায় রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পদ্মা নদীতে নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ জেএম সিরাজুল ইসলাম এর নেতৃত্বে মা ইলিশ রক্ষায় অভিযান পরিচালনা করছেন। গতকাল শনিবার বিকালে পদ্মা নদী থেকে মা ইলিশ রক্ষা অভিযানে ৪জন জেলে, ২টি নৌকা ও ৫ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করেছে নৌ-পুলিশ।
আটককৃত চারজন জেলে হলো, মো. শ্যামল প্রামানিক (৩০), মো. মজনু কাজি (২৮), মো. লিটন সরদার (৩০), মো. মোহাই মোল্লা (৪৫)। এরা বিভিন্ন এলাকার জেলে। এদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
দৌলতদিয়া নৌ-পুলিশ সূত্রে জানা যায়, ইলিশের উৎপাদন বাড়াতে ইলিশের প্রধান প্রজনন মৌসুমে ৭ অক্টোবর থেকে ২৮ অক্টোবর পর্যন্ত ২২ দিন ইলিশ প্রজনন ক্ষেত্রে ইলিশসহ সব ধরনের মৎস্য আহরণ নিষিদ্ধ করেছে সরকার। তারাই ধারাবাহিকতায় গত ৭ অক্টোবর থেকে আজ ২৩ অক্টোবর পর্যন্ত মোট ১১জন আসামীর বিরুদ্ধে গোয়ালন্দ ঘাট থানায় ৫টি নিয়মিত মামলা দায়ের, ৭টি মোবাইল কোর্টের মাধ্যমে ২৩ জনের বিরুদ্ধে বিভিন্ন মেয়াদে সাজা ও আর্থিক জরিমানা, ১১২ কেজি মা ইলিশ জব্দ করে এতিমখানায় প্রদান, ১০ টি নৌকা জব্দ ও ২৮ লক্ষ্য মিটার অবৈধ কারেন্ট জাল পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে।
দৌলতদিয়া নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ জেএম সিরাজুল ইসলাম বলেন, সরকারের নির্দেশনা অনুযায়ী মা ইলিশ রক্ষায় আমাদের অভিযান অব্যাহত আছে। প্রতিদিন সকাল, সন্ধ্যা, রাতে আমরা নিয়িমিত অভিযান করছি। যাদেরকেই মা ইলিশ আহরণে জড়িত পাওয়া যাচ্ছে তাদের বিরুদ্ধেই আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। তিনি আরও বলেন, মা ইলিশ রক্ষা অভিযানে উপজেলা প্রশাসন, মৎস্য বিভাগ ও থানা পুলিশ সহ সকলেই যথেষ্ট আন্তরিক। আমরাও যেকোনো মূল্যে ২৮ অক্টোবর পর্যন্ত অভিযান চালিয়ে যাব।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।