নতুন পাঠ‍্যবই বিক্রির চেষ্টা, হাতেনাতে আটক প্রধান শিক্ষিকা

নিজস্ব প্রতিবেদক
ইনিউজ ডেস্ক
প্রকাশিত: বুধবার ১৮ই জানুয়ারী ২০২৩ ০৬:২৭ অপরাহ্ন
নতুন পাঠ‍্যবই বিক্রির চেষ্টা, হাতেনাতে আটক প্রধান শিক্ষিকা

নতুন পাঠ্যপুস্তক ওজন দরে বিক্রির অভিযোগে আয়েশা আক্তার (৪৫) নামে এক শিক্ষিকাকে আটক করা হয়েছে। তিনি শায়েস্তাগঞ্জ উপজেলার কদমতলী গ্রামের মৃত আব্দুল্লাহ মিয়ার স্ত্রী ও কদমতলী বেসরকারি রেজিস্ট্রার প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা। 


মঙ্গলবার (১৭ জানুয়ারি) বিকালে উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ আলীসহ শিক্ষা অফিসের লোকজন নছরতপুর নামক স্থান থেকে ওই শিক্ষিকাকে আটক করে থানায় খবর দেন। শায়েস্তাগঞ্জ থানার ওসি মোহাম্মদ নাজমুল হক কামালের নেতৃত্বে এসআই সাইদুল ইসলামসহ একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার হওয়া প্রায় ৪৯০টি বইসহ শিক্ষিকা আয়েশা আক্তারকে গ্রেপ্তার করে। 


মঙ্গলবার মধ্যরাতে শায়েস্তাগঞ্জ থানায় বাদী হয়ে মামলা দায়ের করেন উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ আলী। উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ আলী জানান, উদ্ধার হওয়া বইগুলো প্রথম থেকে পঞ্চম শ্রেণি শিক্ষার্থীদের। ওই শিক্ষিকা বইগুলো গোপনে ভাঙ্গারি দোকানে বিক্রি করছিলেন। 


শায়েস্তাগঞ্জ থানার ওসি মোহাম্মদ নাজমুল হক কামাল জানান, এ ব্যাপারে মামলা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।