শিক্ষার্থীরা ধানক্ষেত নষ্ট করায় শিক্ষকদের মারধর!

নিজস্ব প্রতিবেদক
ইনিউজ ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার ১৫ই নভেম্বর ২০২২ ০৬:৪৬ অপরাহ্ন
শিক্ষার্থীরা ধানক্ষেত নষ্ট করায় শিক্ষকদের মারধর!

লক্ষ্মীপুরে স্কুলে ঢুকে তিন শিক্ষককে মারধর ও অফিস কক্ষে ভাঙচুরের অভিযোগ উঠেছে। ৯৯৯-এ ফোন পেয়ে সদর উপজেলার পশ্চিম চরমনসা গ্রামের 'মা মনি আইডিয়াল স্কুল' থেকে আহত শিক্ষকদের উদ্ধার করে পুলিশ। মঙ্গলবার (১৫ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। স্থানীয় প্রভাবশালী নুর নবী ও তাঁর পরিবারের সদস্যরা এই হামলা চালিয়েছেন বলে অভিযোগ শিক্ষকদের।


আহত শিক্ষক শাহজাদা বেগম, মেয়ে নুসরাত সুলতানা মিশু ও ছেলে মো. আজিমকে উদ্ধার করে সদর হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।


পুলিশ ও ভুক্তভোগীরা জানায়, শিক্ষার্থীরা সকালে প্রতিষ্ঠানের মাঠে খেলা করছিল। এ সময় পাশের ক্ষেতে কয়েকজন শিক্ষার্থী পড়ে গিয়ে ধানের ক্ষতি করে। এনিয়ে ক্ষেতের মালিক নুর নবীর স্ত্রী খালেদা বেগম স্কুলে এসে শিক্ষক শাহজাদা বেগমের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন। খবর পেয়ে নুর নবী, তাঁর ছেলে রিপন ও রিয়াজ এসে বিদ্যালয়ের অফিস কক্ষে ভাঙচুর করেন। এতে বাধা দিতে গেলে ওই তিন শিক্ষককে মারধর করা হয়। স্কুল থেকে ৯৯৯-এ ফোন পেয়ে তাদেরকে উদ্ধার করে হাসপাতালে পাঠায় পুলিশ।


আহত শাহজাদা বেগম বলেন, ২০১৮ সালে এলাকার ঝরে পড়া শিক্ষার্থীদের নিয়ে বিদ্যালয়টির কার্যক্রম শুরু করি। এর পর থেকেই একটি চক্র এটি বন্ধের জন্য পাঁয়তারা করছে। তুচ্ছ ঘটনা নিয়ে নুর নবী ছেলেদের নিয়ে এসে বিদ্যালয়ে হামলা চালায়। বাধা দিতেই গেলেই তারা আমাদেরকে এলোপাতাড়ি মারধর করে।


অভিযুক্ত নুর নবী দাবি করেন, শিক্ষার্থীরা ছাড়াও শিক্ষক শাহজাদার কয়েকটি রাজহাঁস ধানক্ষেতের ব্যাপক ক্ষতি করেছে। এনিয়ে তাঁর স্ত্রীর সঙ্গে শিক্ষিকার হাতাহাতি হয়। কেউ তাদেরকে মারধর করেনি।


লক্ষ্মীপুর সদর মডেল থানার পুলিশের (এসআই) মোজাম্মেল হোসেন বলেন, আহত শিক্ষকদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। চিকিৎসা নিয়ে থানায় অভিযোগ দিতে পরামর্শ দেওয়া হয়েছে। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।