প্রকাশ: ৩ আগস্ট ২০২৫, ১৮:৪০
গাজায় ইসরায়েলের দীর্ঘ দুই বছরের আগ্রাসনে প্রাণ হারিয়েছে হাজার হাজার ফিলিস্তিনি। স্থল ও আকাশে অব্যাহত হামলা এবং ত্রাণের অবরোধ গাজাকে এক নরকের মতো করে তুলেছে। এ কূটনৈতিক সংকট ও হিংস্র পরিস্থিতির মধ্যেই ইসরায়েলের সেনারা মানসিক বিপর্যয়ে পড়ছেন, যার প্রভাব পড়েছে আত্মহত্যার হারে। সাম্প্রতিক তথ্যমতে, ২০২৩ সাল থেকে ২০২৫ সালের মধ্যে অন্তত ৫০ জন ইসরায়েলি সেনা আত্মহত্যা করেছেন। বিশেষ করে রিজার্ভ সেনাদের মধ্যে পিটিএসডি ও মানসিক সমস্যা মারাত্মক আকার ধারণ করেছে। অনেক সেনা যুদ্ধের চাপ সহ্য করতে না পেরে আত্মহত্যার পথ বেছে নিচ্ছেন, যা ইসরায়েলি সেনাবাহিনীর জন্য গভীর উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।
গাজার গণহত্যা ও হামলায় নিহতের সংখ্যা ক্রমশ বাড়লেও, যুদ্ধের চাপ সামলে ওঠার মানসিক সক্ষমতা অনেক সেনারই থাকে না। এই পরিস্থিতিতে, ইসরায়েলি সেনাবাহিনী বর্তমানে একটি গুরুতর মানসিক সংকটে ভুগছে। সরকারিভাবে জানানো হয়েছে, প্রায় ১৬ হাজার সেনাকে মানসিক সেবা দেওয়া হয়েছে। তবুও এই বিপর্যয় থেকে মুক্তি পাওয়া দুষ্কর। আত্মহত্যার সংখ্যা বৃদ্ধি পাওয়ার পেছনে মূল কারণ হিসেবে যুদ্ধজের্মান ও সন্ত্রাসের মনস্তাত্ত্বিক প্রভাব বিশেষজ্ঞরা উল্লেখ করছেন।
এ সময় গাজায় নিহত ফিলিস্তিনিদের সংখ্যাও উদ্বেগজনক। দুই বছরেরও কম সময়ে প্রায় ৬০ হাজার মানুষ নিহত হয়েছে, যার মধ্যে ১৭ হাজার শিশু রয়েছে। এসব পরিস্থিতি সামাল দিতে ইসরায়েলি সেনারা পুনরায় কাজ শুরু করতে অনীহা প্রকাশ করছে। সরকারি তথ্যে দেখা গেছে, রিজার্ভ সেনাদের মধ্যে মাত্র ৬০-৮০ শতাংশই কাজে যোগ দিয়েছে। এর ফলে দেশের প্রতিরক্ষা ব্যবস্থা ব্যাপক চ্যালেঞ্জের মুখে পড়েছে।
এদিকে, ইসরায়েলি বিমান বাহিনীর এক হাজার সদস্য ও শতাধিক কর্মকর্তাও গাজার আগ্রাসন বন্ধের আহ্বান জানিয়েছেন। তারা এই যুদ্ধকে অনৈতিক ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে অভিহিত করেছেন। এসব ঘটনাচক্রের মাধ্যমে স্পষ্ট যে, ইসরায়েলের সামরিক ও নৈতিক সংকট তীব্র হচ্ছে, যার প্রভাব পড়ছে সামরিক বাহিনীর মধ্যে।
গাজায় দায়িত্ব পালনরত সেনাদের মানসিক অবস্থা ও আত্মহত্যার ঘটনা আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো এবং শান্তি সমর্থকদের জন্য গভীর উদ্বেগের কারণ হয়ে উঠেছে। এই সংকটের সমাধানে দ্রুত উদ্যোগ না নিলে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিতে পারে, যা গাজার সংকটকে বহুদূর প্রভাবিত করবে। সমগ্র বিশ্বের দৃষ্টি এখন এই অঞ্চলের মানবিক ও নিরাপত্তা পরিস্থিতির দিকে নিবদ্ধ হওয়া জরুরি।