মাভাবিপ্রবি'র সমাবর্তনে বৈষম্যমূলক পদক প্রদানের প্রতিবাদে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক
মির্জা শহিদুজ্জামান দুলাল, জেলা প্রতিনিধি, টাঙ্গাইল:
প্রকাশিত: শনিবার ৪ঠা মার্চ ২০২৩ ০৫:৪১ অপরাহ্ন
মাভাবিপ্রবি'র সমাবর্তনে বৈষম্যমূলক পদক প্রদানের প্রতিবাদে মানববন্ধন

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) ৩য় সমাবর্তন ২০২৩ অনুষ্ঠানে বৈষম্যমূলক পদক প্রদানের প্রতিবাদে মানববন্ধন ও অবস্থান কর্মসূচী পালিত হয়েছে। শনিবার (৪ মার্চ) বেলা ৩টার দিকে সমাবর্তন প্যান্ডেলের সামনে মাভাবিপ্রবি অ্যালামনাই শিক্ষক ও প্রাত্তন শির্ক্ষাথীবৃন্দ এ কর্মসূচীর আয়োজন করে।


কর্মসূচী থেকে বৈষম্যমূলক নতুন পদক প্রদান নীতিমালা বাতিল ও পূর্বের নীতিমালা বহালের দাবি জানানো হয়। ৩য় সমাবর্তনে পদক প্রাপ্তির ব্যাপারে অসামঞ্জস্যতা রয়েছে বলে দাবি করেন তারা। বিশ্ববিদ্যালয় প্রশাসন স্নাতক পর্যায়ে ডিন'স লিস্ট ও ডিন'স এওয়ার্ড এবং স্নাতকোত্তর পর্যায়ে সকল পদক বাতিল করেন তারা।


এর পূর্বে এ ধরনের পদক প্রদান নীতিমালা, সমাবর্তনের কার্যক্রম এবং রাষ্ট্রপতি সমাবর্তনে না থাকার বিষয়ে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। উক্ত কর্মসূচীতে অংশ নিয়ে প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীসহ, শিক্ষকরাও পদক প্রদানের নতুন নীতিমালার ব্যাপারে বৈষম্যতার অভিযোগ এনে ব্যাপক সমালোচনা করেন।