সারাদেশে শুরু হয়েছে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা। জেএসসির প্রথম দিনে বাংলা ও জেডিসির প্রথম দিনে কুরআন মাজিদ ও তাজবিদ পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। উভয় পরীক্ষাই শুরু হয় সকাল ১০টা থেকে। শনিবার সকালে শিক্ষামন্ত্রী ডা. দীপু মণি কেরানীগঞ্জের জিঞ্জিরা পিএম পাইলট উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে জেএসসি পরীক্ষার কেন্দ্র পরিদর্শন করেন। শিক্ষা মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এদিকে, এ বছর দুই পরীক্ষায় অংশ নিচ্ছে মোট ২৬ লাখ ৬১ হাজার ৬৮২ জন শিক্ষার্থী। এরমধ্যে ১২ লাখ ২১ হাজার ৬৯৫ জন ছাত্র এবং ১৪ লাখ ৩৯ হাজার ৯৮৭ জন ছাত্রী রয়েছে। মোট ২ হাজার ৯৮২টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। এর মধ্যে ২ নভেম্বর থেকে শুরু হয়ে জেএসসি পরীক্ষা আগামী ১১ নভেম্বর শেষ হওয়ার কথা রয়েছে। আর জেডিসি পরীক্ষা শেষ হবে আগামী ১৩ নভেম্বর।
ইনিউজ ৭১/এম.আর
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।