প্রকাশ: ২৩ জুন ২০২০, ৪:২৪
তারপর বলো,
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) নির্বাচনে সহসভাপতি পদে সর্বোচ্চ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন ছাত্রশিবির সমর্থিত ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট’ প্যানেলের আবু সাদিক কায়েম। নির্বাচনের ফলাফলের পর থেকে বিভিন্ন আলোচনা শুরু হয়েছে নারীর স্বাধীনতা ও পোশাক সংক্রান্ত। তবে সাদিক কায়েম এসব শঙ্কাকে উড়িয়ে দিয়ে বলেছেন, শিক্ষার্থীদের স্বাধীনতার ওপর কারো হস্তক্ষেপ থাকবে না। সাদিক কায়েম গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, নারীরা যে নেতৃত্ব
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনের অংশ হিসেবে অনুষ্ঠিত হল সংসদ নির্বাচনের ফলাফল ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় নির্বাচন কমিশন। শনিবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে এ ফলাফল প্রকাশ করা হয়। প্রকাশিত ফলাফলে দেখা যায়, আলবেরুনী হলে ভিপি নির্বাচিত হয়েছেন রিফাত আহমেদ শাকিল, জিএস হয়েছেন মুনতাসির বিল্লাহ খান এবং এজিএস পদে জয়ী হয়েছেন সাদমান হাসান খান। নওয়াব ফয়জুন্নেসা হলে ভিপি নির্বাচিত হয়েছেন বুবলী
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনের ফল ঘোষণার আনুষ্ঠানিক প্রক্রিয়া শনিবার বিকেল সোয়া ৫টার পর শুরু হয়েছে। বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করছে। দীর্ঘ প্রতীক্ষার পর শিক্ষার্থীরা এই ঘোষণার দিকে চোখ রেখেছেন। গত বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ২১টি আবাসিক হলে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট শেষ হওয়ার পর প্রতিটি হল থেকে
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনে অনিয়মের অভিযোগ তুলে নির্বাচন কমিশনের দুই সদস্য পদত্যাগ করেছেন। শুক্রবার প্রথমে পদত্যাগ করেন ফার্মেসি বিভাগের অধ্যাপক মাফরুহি সাত্তার। তিনি জাবির জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সভাপতি। এরপর শনিবার পদত্যাগ করেন নৃবিজ্ঞান বিভাগের শিক্ষক এবং বঙ্গবন্ধু শিক্ষক পরিষদের সমাজবিজ্ঞান অনুষদের আহ্বায়ক কমিটির প্রতিনিধি অধ্যাপক রেজওয়ানা করিম স্নিগ্ধা। দুই দিনের ব্যবধানে কমিশনের দুই সদস্যের পদত্যাগ বিশ্ববিদ্যালয় অঙ্গনে নতুন
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনের ভোট গণনা শনিবার (১৩ সেপ্টেম্বর) শেষ হয়েছে। প্রাথমিকভাবে বৃহস্পতিবার সকাল ৯টা থেকে ২১টি হলে ভোটগ্রহণ শুরু হলেও, গণনা পুরোপুরি শেষ হতে প্রায় ৪০ ঘণ্টা সময় লেগেছে। নির্বাচন কমিশনের সদস্য অধ্যাপক লুৎফুল এলাহী দুপুর ২টা ২০ মিনিটে ভোট গণনার সমাপ্তি নিশ্চিত করেছেন। এদিন সকাল ১০টার দিকে গণমাধ্যমকে তিনি জানান, নির্বাচনের ফলাফল দুপুরেই ঘোষণা করা হবে।