করোনার কারণে আমরা অনেক কাজই করতে পারিনি। নির্বাচিত হলে সেগুলো করব৷ সবার আগে শিল্পীদের জন্য বাসস্থান তৈরি করব৷ নির্বাচনের পর আমরা সবাই এক৷ এখানে কেউ বিরোধী দল নই। নির্বাচনের জন্য দুটি প্যানেল দিতে হয়েছে। আজকের নির্বাচনের পর আমরা সবাই সমান।চলচ্চিত্র শিল্পী সমিতির ১৭তম নির্বাচনে মিশা-জায়েদ পরিষদের সভাপতি প্রার্থী মিশা সওদাগর আজ শুক্রবার (২৮ জানুয়ারি) সকালে বিএফডিসিতে ভোট প্রদান শেষে আরটিভি নিউজকে এ কথা বলেন।
মিশা বলেন, ১৭ বছরের কাজের অভিজ্ঞতায় আমরা এগিয়ে আছি। সবারই দীর্ঘ বছরের সমিতির অভিজ্ঞতা আছে। সেদিক থেকে আমরা এগিয়ে। জয়ের ব্যাপারে আমরা শতভাগ আশাবাদী। জয়-পরাজয় বিষয় না, শিল্পীদের জন্য সবসময় কাজ করব। আমরা শিল্পীদের সেবা করতে চাই।
এবারের নির্বাচনে ৪২৮ জন ভোটার ২১টি পদে তাদের প্রতিনিধি বাছাই করবেন। শিল্পী সমিতির নির্বাচনকে ঘিরে উত্তাল চিত্রপাড়া। এবার দুটি প্যানেল নির্বাচনে অংশ নিয়েছে। দুই প্যানেলে একটির সভাপতি হিসেবে লড়ছেন অভিনেতা মিশা সওদাগর ও সাধারণ সম্পাদক হিসেবে জায়েদ খান। আরেকটি প্যানেলের সভাপতি হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন ও সাধারণ সম্পাদক পদে চিত্রনায়িকা নিপুণ।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।