পশ্চিমবঙ্গের এক সময়ের জনপ্রিয় ধারাবাহিক 'মা' নাটকের প্রধান চরিত্রে অভিনয় করে পরিচিতি পান অভিনেত্রী শ্রীতমা ভট্টাচার্য। দুর্দান্ত অভিনয়ে দর্শক হৃদয়ে জায়গা করে নেন তিনি। বাস্তব জীবনেও তার ব্যতিক্রম ঘটেনি। প্রথমবার ভোটে লড়েই কাউন্সিলর নির্বাচিত হয়েছেন এই অভিনেত্রী।জানা গেছে, পশ্চিমবঙ্গের কামারহাটি পৌরসভার ২৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে জয় পেয়েছেন শ্রীতমা। মানুষের জন্য কাজ করার অঙ্গীকার করেছেন তিনি।
কাউন্সিলর নির্বাচিত হয়েই শ্রীতমা জানান, 'আমার ওয়ার্ডে পানি নিষ্কাশনের সমস্যা রয়েছে। যত দ্রুত সম্ভব এই সমস্যার সমাধান হোক, এটাই চাইব। অভিনেত্রী হিসেবে সাধারণ মানুষের আশির্বাদ পেয়েছি। আশা করছি মানুষ এভাবেই আমার পাশে থাকবেন। ঘরের মেয়ে হয়ে সবার পাশে দাঁড়াতে চাই।'
প্রসঙ্গত, কামারহাটি পুরসভায় ৩৫টি আসনের মধ্যে ৩১টি আসনে জিতেছে তৃণমূল। এর আগেও অনেক তারকা তৃণমূলের টিকিটে দাঁড়িয়ে লোকসভা, বিধানসভায় জয়লাভ করেছেন। এবারের ভোটেও ছোট পর্দার জনপ্রিয় মুখ শ্রীতমাকে ভোটে দাঁড় করিয়ে বাজিমাত করল তৃণমূল।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।