সরাইলে চেয়ারম্যান পদে কে পেলেন কোন প্রতীক

নিজস্ব প্রতিবেদক
মো: তাসলিম উদ্দিন, উপজেলা প্রতিনিধি সরাইল (ব্রাহ্মণবাড়িয়া)
প্রকাশিত: মঙ্গলবার ২৩শে এপ্রিল ২০২৪ ০৬:২৬ অপরাহ্ন
সরাইলে চেয়ারম্যান পদে কে পেলেন কোন প্রতীক

ষষ্ঠ উপজেলা পরিষদ সাধারণ নির্বাচন-২০২৪ সরাইল উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থীদের প্রতীক দেওয়া হয়েছে।  মঙ্গলবার (২৩ এপ্রিল) দুপুরে সরাইল উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে ৬ জন প্রার্থীকে প্রতীক বরাদ্দ দেওয়া হয়। 


ব্রাহ্মণবাড়িয়া জেলা নির্বাচন অফিস কার্যালয়ের সভাকক্ষে রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ সাদেকুল ইসলাম প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেন।রিটার্নিং অফিসার ঘোষিত প্রতীক বরাদ্দ পেলেন,সরাইল উপজেলা বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান মো.রফিক উদ্দিন ঠাকুর পেয়েছেন ঘোড়া প্রতীক,


উপজেলা পরিষদের সাবেক ভাইস-চেয়ারম্যান মো.শের আলম মিয়া মোটর সাইকেল ,বতর্মান উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মো.আবু হানিফ মিয়া কাপ পিরিচ, মো. জামাল মিয়া দোয়াত কলম, এড. মো.মুখলেছুর রহমান আনারস,মো.রাজিব আহমেদ টেলিফোন প্রতীক পেয়েছেন।


নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ৮ মে উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে নির্বাচন অফিস।নির্বাচন অফিসের তথ্য থেকে জানা যায়, সরাইল উপজেলা ৯ ইউনিয়ন নিয়ে গঠিত। সরাইলে ভোটার সংখ্যা ২ লাখ ৭০ হাজার ৬৬৪, হিজড়া ভোট ১টি।