কত মেয়ের জীবন নষ্ট করবে সালমান: জেসিয়া ইসলাম

নিজস্ব প্রতিবেদক
বিনোদন ডেস্ক
প্রকাশিত: বুধবার ৬ই ফেব্রুয়ারি ২০১৯ ০১:১৪ অপরাহ্ন
কত মেয়ের জীবন নষ্ট করবে সালমান: জেসিয়া ইসলাম

মিস ওয়ার্ল্ড বাংলাদেশ জেসিয়া ইসলামের ফেসবুকের একটি স্ট্যাটাস সম্প্রতি ভাইরাল হয়েছে। যেখানে তিনি অভিনেতা সালমান মুক্তাদিরের দিকে আঙ্গুল তুলে কিছু অভিযোগ করেছেন। একই সঙ্গে তার সঙ্গে সালমান মুক্তাদিরের চ্যাটিংয়ের বেশ কিছু স্ক্রিন শটও ফেসবুকে পোস্ট করেছেন জেসিয়া। 

ফেসবুকে ইংরেজিতে লেখা জেসিয়ার সেই স্ট্যাটাসের বাংলা অনুবাদ এ রকম: ''তুমি আমার সঙ্গে যা করেছ, সেজন্য আমি কখনও তোমাকে ক্ষমা করব না। তুমি আমার হৃদয় নিয়ে খেলেছ, যেমনটা তুমি অনেক মেয়ের সঙ্গে খেল। এসব বন্ধ কর সালমান! এভাবে কত মেয়ের জীবন তুমি ধ্বংস করবে? কত?'' 

ইনিউজ ৭১/এম.আর