বঙ্গবন্ধুকে নিয়ে কন্ঠশিল্পী সুমির গান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: বৃহঃস্পতিবার ৭ই মার্চ ২০১৯ ০৩:৩৮ অপরাহ্ন
বঙ্গবন্ধুকে নিয়ে কন্ঠশিল্পী সুমির গান

সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তাকে নিয়ে ’৭১ থেকে গান, কবিতা, গল্প, উপন্যাস, প্রবন্ধ, নিবন্ধ লেখা হয়েছে, এখনো হচ্ছে এবং ভবিষ্যতেও হবে। গানের মাধ্যমে বঙ্গবন্ধুকে যেমন স্মরণ করেন গীতিকার, সুরকার, শিল্পী, তেমনি মনে করেন সাধারণ জনগণও। তাকে নিয়ে এ পর্যন্ত অসংখ্য গান হয়েছে।

এবার ৭ মার্চ উপলক্ষ্য বঙ্গবন্ধুকে নিয়ে গান করলেন এ প্রজন্মের কন্ঠশিল্পী সুমি আক্তার। যদি রাত পোহালে শোনা যেত, বঙ্গবন্ধু মরে নাই। যদি রাজপথে আবার মিছিল হতো, বঙ্গবন্ধুর মুক্তি চাই। তবে বিশ্ব পেত এক মহান নেতা, আমরা পেতাম ফিরে জাতির পিতা। 

হাসান মতিউর রহমান এর কথায় মলয় কুমার গাঙ্গুলীর সুরে নতুন করে গানটির সংগীত আয়োজন করেন এন যে নয়ন। এবং নতুন করে গানটি গেয়েছেন কন্ঠশিল্পী সুমি। গানটি হাসান মতিউর রহমান এর প্রতিষ্ঠান চেনা সুর ও সুমি আক্তার এর প্লে মিউজিক থেকে যৌথ ভাবে প্রকাশ করা হয়। 

ইনিউজ ৭১/টি.টি. রাকিব