প্রতি বছরের ধারাবাহিকতায় এবারও আয়োজন হতে যাচ্ছে লোক সংগীতের মহা আসর ঢাকা ইন্টারন্যাশনাল ফোক ফেস্ট, ২০১৯। ১৪ই নভেম্বর থেকে আর্মি স্টোডিয়ামে তিন দিনব্যাপী এ উৎসব অনুষ্ঠিত হবে। এই আয়োজনে বাংলাদেশের পাশাপাশি আরও ছয় দেশ থেকে ২০০ জন শিল্পী এই ফোক ফেস্টে অংশগ্রহণ করবেন। বাংলাদেশসহ আরোও ছয় দেশের খ্যাতমান এই শিল্পীরা টানা তিন দিন ধরে পরিবেশন করবেন নিজ নিজ দেশের লোক গান। লোকগানের পাশাপাশি থাকছে লোকবাদ্যযন্ত্রের পরিবেশনা এবং লোকনৃত্য।
প্রতি বছরের মত এবারও দর্শকেরা আয়োজনটি বিনামূল্যে উপভোগ করতে সুযোগ পাবেন। এই আয়োজনটি উপভোগ করতে হলে করতে অনলাইন রেজিস্ট্রেশন এবং রেজিস্ট্রেশন সম্পূর্ণ হলে পেয়ে যাবেন ফোক ফেস্টের এন্ট্রি পাস। আজ থেকে শুরু হয়েছে এই নিবন্ধন পর্ব,চলবে ১০ নভেম্বর পর্যন্ত।
যেভাবে নিবন্ধন করবেনঃ
অনলাইনে নিবন্ধন করতে শুরুতেই WWW.Dhakainternationalfolkfest.com এই ওয়েবসাইটটিতে যেতে হবে।এরপর ধাপে ধাপে তথ্য দিয়ে নিজের রেজিস্ট্রেশন সম্পূর্ণ করে নিবেন।
নিবন্ধনের জন্য যা যা প্রয়োজনঃ
*রেজিস্ট্রেশনের জন্য প্রয়োজন পাসপোর্ট সাইজ ছবি এবং জাতীয় পরিপচয়পত্র বা ড্রাইভিং লাইসেন্স অথবা পাসপোর্টের স্কান কপি।
*রেজিস্ট্রেশন সম্পূর্ণ হলে দর্শকের ই-মেইলে পৌঁছে যাবে তিন দিনের তিনটি ভিন্ন ভিন্ন এন্ট্রি পাস।
*উৎসবস্থলের প্রবেশ পথে প্রতিদিন প্রিন্ট করা এন্ট্রি পাসটি দেখিয়ে প্রবেশ করতে হবে।
বি:দ্র: নিবন্ধন সংক্রান্ত যেকোন তথ্যের জন্য ১৬৩৭৪ নম্বরে কল করে যেনে নিতে পারবেন আপনার তথ্যটি।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।