সুশান্তকে নিয়ে বাংলাদেশে ডকুফিল্ম ‘হত্যা শেষে আত্মহত্যা’
সুশান্ত সিংহ রাজপুতের আত্মহত্যার ঘটনায় শোকের ছায়া চলচ্চিত্র মহলে। ৩৪ বছর বয়সী ভারতীয় এই প্রতিভাবান অভিনেতাকে অকালে হারিয়ে কাঁদছেন তার ভক্ত অনুরাগীরা, বন্ধুরা ও সহকর্মীরা। এই অভিনেতার আত্মহত্যায় নানা আলোচনা চলছে বিশ্বেজুড়ে, মানতে পারছে না সিনেমাপ্রেমীরাও। এই তরুণ অভিনেতা সুশান্তকে নিয়ে এবার বাংলাদেশে নির্মিত হলো ডকুফিল্ম। দেবাশীষ বিশ্বাসের ভাবনা, চিত্রনাট্য, প্রযোজনা ও সার্বিক তত্ত্বাবধানে ‘হত্যা শেষে আত্মহত্যা’ এটি পরিচালনা করেছেন জীবন শাহাদাৎ।
দেবাশীষ বিশ্বাস বলেন, ‘সুশান্ত সিং রাজপুতের মৃত্যুটা মেনে নেওয়ার মতো নয়। তার প্রতি অনেক অমানবিক আচরণ করা হয়েছে, যে কারণে হতাশা থেকে তার আত্মহত্যা। অবসাদ থেকে মানুষ যে, কী ভয়ানক সিদ্ধান্ত নিতে পারে তা এই ফিল্মে তুলে ধরেছি।
‘হত্যা শেষে আত্মহত্যা’ নামের ডকু ফিল্মটি ভয়েজওভার, বিভিন্ন টক শো, উপস্থাপনা আর ফুটেজের মিশ্রণে নির্মাণ করা হয়েছে। এর দৈর্ঘ্য ২০ মিনিট। এরই মধ্যে এর নির্মাণ কাজ শেষ হয়েছে। শিগগিরই দেবাশীষ বিশ্বাসের নিজস্ব ইউটিউব চ্যানেলে এটি মুক্তি পাবে।
গত ১৪ জুন ২০২০ বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুত আত্মহত্যা করেন। মুম্বাইয়ের বান্দ্রার বাসা থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।