সরাইলে বীজ ও রসায়নিক সার বিতরণ করলেন এমপি মঈন উদ্দিন

নিজস্ব প্রতিবেদক
মো: তাসলিম উদ্দিন, উপজেলা প্রতিনিধি সরাইল (ব্রাহ্মণবাড়িয়া)
প্রকাশিত: বৃহঃস্পতিবার ১৮ই এপ্রিল ২০২৪ ১১:১৮ পূর্বাহ্ন
সরাইলে বীজ ও রসায়নিক সার বিতরণ করলেন এমপি মঈন উদ্দিন

'কৃষিই সমৃদ্বি'এস্লোগানকে সামনে রেখে সরাইল উপজেলায় কৃষকদের মাঝে বীজ ও রসায়নিক সার বিতরণ করলেন অনুষ্ঠানের প্রধান অতিথি ব্রাহ্মণবাড়িয়া-২ জাতীয় সংসদ সদস্য মো.মঈন উদ্দিন এমপি।অফিস তথ্য মতে,সরাইলে ২০২৩- ২০২৪ অর্থবছরে খরিপ-১/ ২০২৩-২০২৪ মৌসুমে উফশী আউশ ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, সরাইল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মেজবা উল আলম ভূইঁয়া।


বুধবার (১৭ এপ্রিল) দুপুরে সরাইল উপজেলা কৃষি অফিসের সামনে। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজনে স্বাগত বক্তব্য রাখেন, সরাইল উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. একরাম হোসেন।জানাযায়, আজ ১০ জন কৃষককের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে।


পর্যায়ক্রমে উপজেলার ৯টি ইউনিয়নে ১ হাজার ২শত জন কৃষকের মধ্যে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হবে। এ সময় উপস্থিত ছিলেন, সরাইল থানা অফিসার ইনচার্জ( ওসি) মোহাম্মদ এমরানুল ইসলাম,উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা সপন দাস, উপ-সহকারী কৃষি অফিসার মাসুদুর রহমান ভুইয়া,উপ-সহকারী কৃষি অফিসার সুভাষ চন্দ্র দাস প্রমুখ।