আজ ২০শে ডিসেম্বর ২০১৯ ঢাকার মিরপুর বুদ্ধিজীবী মাঠে অনুষ্ঠিত হয়ে গেল বেবিলন গ্রুপের পোষাক শ্রমিকদের প্রীতি ক্রিকেট টুর্নামেন্ট। উক্ত খেলায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে উক্ত পোষাক কারখানার স্যস্পল স্কোয়াড এবং রানার আপ হয়েছে বুলস অফ ফায়ার। পোষাক শ্রমিকদের আনন্দ ও উৎসাহ প্রদানের উদ্দেশ্যে এই প্রীতি ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন কর বেবিলন গ্রুপের পরিচালনা পর্ষদ এবং কর্মকর্তাবৃন্দ।
খেলা শেষে বিজয়ী ও রানার আপ টিমের সকল সদস্যদের পুরস্কার বিতরণ করেন বেবিলন গ্রুপের সিইও জনাব কাজী মহিউদ্দিন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বেবিলন গ্রুপের পরিচালক জনাব আব্দুস সালাম সহ সকল কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ। উক্ত টুর্নামেন্টের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন জনাব কবির হোসেন।
ইনিউজ ৭১/এম.আর
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।