প্রথম আলোর সিনিয়র সাংবাদিক রোজিনা ইসলামকে স্বাস্থ্য মন্ত্রণালয়ে সংবাদ সংগ্রহকালে শারীরিকভাবে হেনস্থার প্রতিবাদে এবং তার নিঃশর্ত মুক্তির দাবিতে বরিশালে বিক্ষোভ মিছিল এবং সমাবেশ করেছে সাংবাদিকরা। মঙ্গলবার বেলা সাড়ে ১২টার দিকে নগরীর টাউন হলের সামনে এই মিছিল ও সমাবেশের আয়োজন করে বরিশাল রিপোর্টার্স ইউনিটি।
সমাবেশে বক্তব্য রাখেন প্রথম আলোর প্রতিনিধি জসীম উদ্দিন, রিপোর্টার্স ইউনিটির সভাপতি নজরুল বিশ্বাস ও সাধারণ সম্পাদক মিথুন সাহাসহ অন্যান্যরা।
বক্তারা বলেন, পেশাগত দায়িত্ব পালনকালে সিনিয়র সাংবাদিক রোজিনা ইসলামের অমানুষিক নির্যাতনকারী স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাদের বিচার দাবি এবং তার বিরুদ্ধে মিথ্যা মামলা দেয়ায় তীব্র নিন্দা জানানো হয়।
একইসাথে অবিলম্বে রোজিনার মুক্তির দাবি জানান।সমাবেশ শেষে একই দাবিতে বিক্ষোভ মিছিল নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।