কাউখালীতে প্রশাসনের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা

নিজস্ব প্রতিবেদক
সৈয়দ বশির আহম্মেদ, উপজেলা প্রতিনিধি কাউখালি (পিরোজপুর)
প্রকাশিত: বৃহঃস্পতিবার ২১শে এপ্রিল ২০২২ ০৮:৪৬ অপরাহ্ন
কাউখালীতে প্রশাসনের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা

পিরোজপুরের  কাউখালী উপজেলা পরিষদ ও প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার দুপুরে উপজেলা হলরুমে উপজেলার সরকারি বিভিন্ন দপ্তরের বর্তমান চলমান উন্নযন কার্যক্রম নিয়ে সাংবাদিকদের সাথে মতবিনিয় সভা অনুষ্ঠিত হয়।


 সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোছা. খালেদা খাতুন রেখা।প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু সাঈদ মিয়া মনু। 


অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) জান্নাত আরা তিথি, সদর ইউনিয়নের চেয়ারম্যান মোস্তফিজুর রহমান, সয়না রঘুনাথপুর ইউপি চেয়ারম্যান আবু সাইদ, আমরাজুড়ী ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন মুন্সী, চিরাপাড়া পারসাতুরিয়া ইউপি চেয়ারম্যান লাইকুজ্জামান মিন্টু, শিয়ালকাঠী ইউপি চেয়ারম্যান সিকদার দেলোয়ার হোসেন,  কাউখালী বার্তা সম্পাদক হাসান হাফিজুর রহমান, প্রেসক্লাব সভাপতি রিয়াদ মাহমুদ সিকদার, সাবেক সভাপতি রতন কুমার দাস, তারিকুল ইসলাম পান্নু, প্রেসক্লাব সেক্রেটারি সৈয়দ বশির আহমেদ, হাফেজ মোঃ মাসুম বিল্লাহ প্রমুখ। 


উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানগণ সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। বিগত প্রকল্প এবং বর্তমান প্রকল্পের বিষয়ে ব্রিফিং করেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী অফিসার। 


তারা সরকারে উন্নয়নের বিভিন্ন দিক তুলে ধরেন এর মধ্যে রয়েছে ৮টি খাল খনন, ১১টি ব্রীজ, নতুন উপজেলা পরিষদ ভবন, রাস্তা, ড্রেন, কালভার্ট, হাট বাজার, টোল ঘর, নদী ভাঙন রোধ, সুপারীর হাট ইত্যাদিসহ উন্নয়মূলক কর্মকান্ড বাস্তবায়ন করেছেন। 


উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু সাঈদ মিয়া মনু বলেন, পিরোজপুর জেলায় তুলনা মূলক আমাদের এমপি মহোদয় আনোয়ার হোসেন মঞ্জু কাউখালীতে বেশী বরাদ্দ দিয়েছেন।