বরিশালে গণটিকার দ্বিতীয় ডোজ শুরু, নেই স্বাস্থ্যবিধি

নিজস্ব প্রতিবেদক
এইচ.এম.এ রাতুল, জেলা প্রতিনিধি, বরিশাল।
প্রকাশিত: মঙ্গলবার ৭ই সেপ্টেম্বর ২০২১ ০৪:৫১ অপরাহ্ন
বরিশালে গণটিকার দ্বিতীয় ডোজ শুরু, নেই স্বাস্থ্যবিধি

মহামারি করোনা ভাইরাস প্রতিরোধী ভ্যাকসিনের বিশেষ ক্যাম্পেইনের (গণটিকা) আওতায় সারাদেশের সাথে একযোগে বরিশালে দ্বিতীয় ডোজ প্রদান শুরু হয়েছে। গেল আগস্টে প্রথম ডোজ নেওয়া ব্যক্তিদের দ্বিতীয় ডোজ প্রদান শুরু হয়েছে। মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) সকাল ৯টায় বরিশাল বিভাগের ৬ জেলা ও মহানগরীতে গণটিকার এ দ্বিতীয় ডোজ প্রদান শুরু হয়েছে। বিভাগের ৩৫৬টি ইউনিয়নের ৩৫৬ টি ওয়ার্ড, পৌর শহরের ৫৯ ওয়ার্ড এবং সিটি কর্পোরেশনের ৩০টি ওয়ার্ডের ৩০টি কেন্দ্রে চলছে টিকা প্রদান কার্যক্রম চলছে। আগামী ১০ সেপ্টেম্বর পর্যন্ত এ কার্যক্রম চলবে বলে জানিয়েছেন বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক।



সকাল থেকেই গত আগস্টে প্রথম ডোজ নেয়া টিকা গ্রহীতারা কেন্দ্রগুলোতে ভীর জমাতে শুরু করেন। সকাল ৯টার অনেক আগেই অনেক কেন্দ্রে দীর্ঘ সারি দেখা গেছে। এসব টিকা প্রত্যাশীদের অধিকাংশই মানছেন না কোনো ধরনের স্বাস্থ্যবিধি। অনেককে আবার মুখে মাস্ক না লাগিয়েই গাদাগাদি করে লাইনে দাঁড়াতে দেখা গেছে। তবে প্রতিটি কেন্দ্রেই স্বাস্থ্যবিধি মেনে টিকা গ্রহণের জন্য সেচ্ছাসেবকদের কাজ করতে দেখা যায়।


জানা গেছে, গত ৭ আগস্ট টিকা ক্যাম্পেইনে প্রথম ডোজ নেয়া ব্যক্তিদের দ্বিতীয় ডোজ মডার্নার টিকা দেয়া হচ্ছে। অপরদিকে, প্রথম ডোজ দেয়া হচ্ছে সিনোভ্যাক্সের টিকা। টিকা নেয়ার পর তেমন কোন পার্শ্বপ্রতিক্রিয়া হয়নি বলে জানিয়েছেন টিকা গ্রহণকারীরা। নগরীর এ,কে স্কুল টিকা কেন্দ্রের ইপিআই সুপারভাইজার খালেদা আক্তার জানান, নগরীর ৩০টি কেন্দ্রে মডার্না টিকার দ্বিতীয় ডোজ দেয়া হচ্ছে এবং ৬টি কেন্দ্রে প্রথম ডোজে দেয়া হচ্ছে সিনোভ্যাক্সের টিকা। নগরীর ২নং ওয়ার্ড কাউনিয়া টিকাকেন্দ্রে টিকা নিতে আসা লোকজনের ভীর লক্ষ্য করা গেছে। যাদের অনেকেই স্বাস্থ্যবিধি মানছেন না। এতে হিমশিম খাচ্ছেন টিকা কেন্দ্রে দায়িত্বরত সেচ্ছাসেবকরা। আনোয়ারা বেগম নামের ষাটোর্ধ্ব এক নারী জানান, করোনা থেকে সুরক্ষায় নিজের ইচ্ছায় টিকা দিতে এসেছেন। অনেকে বলেন, আগে এসএমএস পেয়ে টিকা দিতে এসেছেন। কেন্দ্রগুলোতে ভালো ব্যবস্থা থাকায় কোনও হয়রানি কিংবা ভোগান্তি ছাড়াই টিকা দিতে পারছেন বলেও জানান তারা।


বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. বাসুদেব কুমার দাস জানান, এটা গণটিকা নয়। ৭ আগস্ট ক্যাম্পেইনের দ্বিতীয় ডোজ দেয়া হচ্ছে। আগামী ১০ সেপ্টেম্বর পর্যন্ত দ্বিতীয় ডোজের ক্যাম্পেইন চলবে। পাশাপাশি প্রথম ডোজের টিকা দেয়া হচ্ছে। ইপিআই কার্যক্রম যাতে বাধাগ্রস্থ না হয় সেদিকেও খেয়াল রাখা হচ্ছে। টিকা প্রদানে কোন সমস্যা নেই এবং যথেষ্ট ভ্যাকসিন সরবরাহ রয়েছে বলে জানান সিভিল সার্জন।