সারা দেশে এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরের প্রকোপ ভয়াবহ রূপ নিচ্ছে। চলতি বছরের জুলাই মাসে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন ৪১ জন, যা বছরের এক মাসের হিসাবে সর্বোচ্চ। এ সময় হাসপাতালে ভর্তি হয়েছেন ১০ হাজার ৬৮৪ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের হালনাগাদ প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৪ সালের শুরু থেকে জুলাই পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ২০ হাজার ৯৮০ জন। এর মধ্যে ছাড়পত্র পেয়েছেন ১৯ হাজার ৬৩৫ জন এবং মৃত্যুবরণ করেছেন ৮৩ জন।
জানুয়ারি থেকে জুন পর্যন্ত ধীরে ধীরে ডেঙ্গুর সংক্রমণ বাড়লেও জুলাইয়ে হঠাৎ আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বেড়ে যায়। বিশেষজ্ঞদের মতে, বর্ষা মৌসুমে পানি জমে থাকার কারণে এডিস মশার বিস্তার বেশি হয়, যার ফলে ডেঙ্গুর প্রকোপও বাড়ে।
বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক ড. আতিকুর রহমান বলেন, “ডেঙ্গু এখন আর শুধু মৌসুমি রোগ নয়, এটি সারা বছরব্যাপী হচ্ছে। তবে বর্ষা আসলে এর মাত্রা বেড়ে যায়। মশা নিধনে ব্যক্তিগত সচেতনতার পাশাপাশি সিটি করপোরেশনগুলোকেও দায়িত্বশীল হতে হবে।”
সরকারি হাসপাতালে ডেঙ্গু রোগীদের জন্য বিশেষ ইউনিট চালু করা হলেও রোগীর চাপ দিনদিন বেড়েই চলেছে। ঢাকার বাইরের জেলাগুলোতেও সংক্রমণের হার উদ্বেগজনক হারে বাড়ছে।