লালপুরের কৃষিতে আধুনিক প্রযুক্তির ছোয়া লেগেছে। চলতি মৌসুমে শুরু হয়েছে কম্বাইন হারভেস্টার মেশিনের মাধ্যমে গম কাটা ও মাড়াই কাজ। কম খরচে স্বল্প সময়ে কোন প্রকার ঝামেলা ছাড়াই মাঠ থেকে সহজেই গম ঘরে তুলতে পেরে খুশি লালপুরের গম চাষীরা।
কৃষকরা বলছেন, ‘বিগত দিনে সময় মত গম কাটা ও মাড়াই করার ক্ষেত্রে বিপাকে পড়তে হতো তাদের। কৃষকরা ছিলো শ্রমিকদের উপর নির্ভরশীল। তাদের এক বিঘা জমির গম কাট ও মাড়াই করতে খরচ হতো ৩ হাজার থেকে ৩ হাজার ৫শত টাকা পর্যন্ত।
সেখানে খুব সহজেই কোন প্রকার ঝামেলা ছাড়াই কম্বাইন হারভেস্টার মেশিনের মাধ্যমে মাত্র ১০-১৫ মিনিটে এক বিঘা জমির গম কাটা ও মাড়াই করা হচ্ছে মাত্র ১৫শ থেকে ১৮শ টাকায়।’
লালপুর উপজেলা কৃষি অফিস বলছে,‘চলতি মৌসুমে লালপুর উপজেলায় ৮হাজার হেক্টর জমিতে গমের চাষ হয়েছে। আবহাওয়া অনুকুলে থাকায় চলতি মৌসুমে গমের বাম্পার ফলন হয়েছে। গম কাটা ও মাড়াইয়ে ক্ষেত্রে শ্রমিক একটি বড় সমস্যা। শ্রমিক সমস্যা দূরকরতে চলতি মৌসুমে সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পে আওতায় উপজেলায় সরকারি ভর্তুকি মূল্যে একটি কম্বাইন হারভেস্টার মেশিন বিতরণ করেছে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। এসিআই কোম্পানির প্রস্তুতকৃত কম্বাইন হারভেস্টার মেশিনের ক্রয় মূল্য ৩৫ লাখ ২৫ হাজার টাকা। সরকার ১৫ লাখ ৫০ হাজার টাকা ভর্তুকি দিয়ে ১৯ লাখ ৭৫ হাজার টাকায় এই মেশিন টি ক্রয় করতে পারছেন কৃষকরা ।’
গম চাষী নয়নসহ একাধিক চাষী জানায়,‘মেশিনে গম কাটায় অনেক সুবিধা। আগে গম কাটা ও মাড়াই করতে শ্রমিক সংকটে পড়তে হতো।এক বিঘা জমিতে শ্রমিক দিয়ে গম কাটা ও মাড়াই করতে খরচ হতো ৩ হাজার থেকে ৩ হাজার ৫শত টাকা।সেখানে মেশিনে মাত্র ১৮শ টাকায় ১০-১৫ মিনিটে গম কাটা ও মাড়াই করে পরিস্কার গম ঘরে তুলতে পারছেন তারা। গম কাটার এই মেশিন আসায় তাদের অনেক সুবিধা হয়েছে।
এতে গম উৎপাদনে খরচও কম হচ্ছে এবং কোন প্রকার ঝামেলা ছাড়াই সঠিক সময়ে গম ঘরে তুলতে পেরে খুশি তারা।’
লালপুর উপজেলা কৃষি অফিসার রফিকুল ইসলাম জানায়,‘লালপুরে গম কাটায় শ্রমিক ঘাটতি একটি বড় সমস্যা। আগে শ্রমিক না পাওয়ায় সময় মত গম কাটা ও মাড়াই করতে না পারায় কৃষকরা বিপাকে পড়তো।
বর্তমানে লালপুরের সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পের আওতায় সরকারি ভর্তুকি মূল্যে একটি কম্বাইন হারভেস্টার মেশিন বিতরণ করা হয়েছে এবং অন্যান্য উপজেলা থেকে গম কাটার জন্য কম্বাইন হারভেস্টার মেশিন উপজেলায় এসেছে। এতে চলতি মৌসুমে কৃষকরা সহজেই কম খরচে গম কাটা ও মাড় করতে পেরে কৃষকরা উপকৃত হচ্ছে। সরকারের খামার যান্ত্রিকীকরনের যে উদ্দেশ্য তা শতভাগ লালপুরে পুরণ হয়েছে বলে জানান এই কর্মকর্তা।’
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।