শরীয়তপুরের নতুন ৪ জন করোনা রোগী শনাক্ত মোট ৩৯

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: সোমবার ৪ঠা মে ২০২০ ১২:২৯ অপরাহ্ন
শরীয়তপুরের নতুন ৪ জন করোনা রোগী শনাক্ত মোট ৩৯

সারা দেশের মতাে শরীয়তপুরেও প্রতিনিয়ত বাড়ছে করােনা রােগীর সংখ্যা ।০৪ মে শনিবার শরীয়তপুরে নতুন করে আরও ৪ জনের শরীরে করােনা সনাক্ত হয়েছে । এনিয়ে জেলা আক্রান্তের সংখ্যা ৩৯জন । বিষয়টি নিশ্চিত করেছেন শরীয়তপুর সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা . আব্দুল রশিদ । 

ইতিমধ্যে শরীয়তপুর জেলাকে লকডাউন করা হলেও তা কেবল মাত্র কাগজ কলমেই সীমাবদ্ধ । বাস্তব চিত্র একেবারেই ভিন্ন । লকডাউন ও সরকারের নির্দেশনা মানা হচ্ছে না কিছুতেই ! পুলিশ প্রশাসনের চোখ ফাকি দিয়ে বরাবরই হাট - বাজার , পাড়া - মহল্লা সহ সব জায়গাতেই দেখা যাচ্ছে মানুষের সমাগম ও গণজামায়েত । প্রয়ােজনে অপ্রয়ােজনে বাসা থেকে বেড়িয়ে আসলেও চলা ফেরায় মানছেন না কোন সামাজিক দূরত্ব ।

সরকারের নির্দেশনা না মেনে বাহিরে ঘুড়াফেরার কারনেই প্রতিনিয়ত বাড়ছে করােনা রােগীর সংখ্যা , এমনটাই মনে করছেন স্বাস্থ্য সচেতন মহল । জেলায় এই পর্যন্ত করােনা আক্রান্ত ২ জন মৃত্যুবরণ করেছে । একজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানাে হলেও অন্য সবাই নিজ নিজ বাড়ীতে হােম আইসােলেশনে জেলা স্বাস্থ্য বিভাগের তত্বাবধায়নে চিকিৎসাধীন রয়েছেন ।

ইনিউজ ৭১/ জি.হা