গোপালপুরে যুবলীগের সভাপতি-সম্পাদক করোনায় আক্রান্ত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: বৃহঃস্পতিবার ১৪ই মে ২০২০ ০৫:১১ অপরাহ্ন
গোপালপুরে যুবলীগের সভাপতি-সম্পাদক করোনায় আক্রান্ত

টাঙ্গাইলের গোপালপুরে নতুন করে দু’জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তারা হলেন, উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান সোহেল ও শহর আওয়ামী যুবলীগের সভাপতি মেহেদী হাসান টগর। তাদের বাসাসহ আশপাশের কয়েক বাসা লডডাউনের আওতায় আনার প্রস্ততি চলছে। এ নিয়ে উপজেলায় ওসি ও ফার্মাসিস্টসহ মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো সাত জনে। 

গোপালপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলীম আল রাজি লিটন জানান, “করোনার উপসর্গ থাকায় গত ১২ মে তাদের নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়। আজ বৃহস্পতিবার সকালে পরীক্ষার ফলাফলে তাদের কোভিড-১৯ পজিটিভ আসে। আক্রান্তদের মধ্যে কামদেববাড়ীর গার্মেন্টকন্যার পরবর্তী নমুনা পরীক্ষায় ফলাফল নেগেটিভ পাওয়া গেছে।”

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বিকাশ বিশ্বাস জানান, “আক্রান্ত ব্যক্তিদের বাসাসহ আশপাশের কয়েকবসা লডডাউনসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”

ইনিউজ ৭১/টি.টি. রাকিব