দেশে গত ২৪ ঘন্টায় নতুন আক্রান্ত ৭০৯ ও মৃত্যু ৭

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: শুক্রবার ৮ই মে ২০২০ ০২:৩২ অপরাহ্ন
দেশে গত ২৪ ঘন্টায় নতুন আক্রান্ত ৭০৯ ও মৃত্যু ৭

দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৭০৯ জনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। আক্রান্ত থেকে মৃত্যু হয়েছে আরও সাতজনের। এছাড়া এই সময়ে সুস্থ হয়েছেন ১৯১ জন।শুক্রবার (০৮ মে) দুপুর আড়াইটার দিকে নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

তিনি বলেন, নতুন মৃত্যু নিয়ে এ সংখ্যা দাঁড়িয়েছে ২০৬ জনে। মোট আক্রান্ত সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩ হাজার ১৩৬ জনে। মোট সুস্থ হয়েছেন দুই হাজার ১০১ জন। এছাড়া এই ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে পাঁচ হাজার ৯৪১টি।