আজ মাগুরায় একদিনে করোনা ভাইরাস ৫ জন আক্রান্ত

নিজস্ব প্রতিবেদক
এস এম শিমুল রানা, জেলা প্রতিনিধি মাগুরা
প্রকাশিত: সোমবার ১লা জুন ২০২০ ০২:৪০ অপরাহ্ন
আজ মাগুরায় একদিনে করোনা ভাইরাস ৫ জন আক্রান্ত

আজ মাগুরা জেলায় পহেলা জুনে একদিনে সর্বোচ্চ করোনা ভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে  ৫ জন।করোনা ভাইরাসে শনাক্ত কারীদের মধ্যে মহম্মদপুর উপজেলার বালিদিয়া, দীঘা ও  বিনোদপুরে ৩ জন, মাগুরা সদরের আঠারোখাদা ও মাগুরা পুলিশ সুপার কার্যালয়ে  ২ জন।

মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে সিভিল সার্জন সূত্রে জানাগেছে ,আজ পহেলা জুন (সোমবার  সকাল পর্যন্ত) ২৪ ঘন্টায় নমুনা পাঠানো হয়েছিল ৩১জনের।অদ্যাবধি মোট সন্দেহজনক নমুনা পাঠানো হয়েছে ৭৯৫।গত ২৪ ঘন্টায় প্রাপ্ত রিপোর্ট সংখ্যা ২৯ এরমধ্যে গত ২৪ ঘন্টায় প্রাপ্ত রিপোর্টে করোনা পজিটিভ ৫ জনের।

আজ অব্দি  প্রাপ্ত মোট রিপোর্ট সংখ্যা ৬৩৪ যার মধ্যে মোট করোনা পজিটিভ ২৬।গত ২৪ ঘন্টায় নতুন সুস্থ-০।অদ্যাবধি মোট সুস্থ ১৯ ।বর্তমানে হোম আইসোলেশনে আছেন-০৬ জন ও প্রাতিষ্ঠানিক আইসোলেশনে আছেন ১জন এবং ঢাকাতে রেফার্ড করা হয়েছে এক জনকে।