করোনায় টাঙ্গাইলে নতুন করে আরও ৩০ জন আক্রান্ত

নিজস্ব প্রতিবেদক
ফুয়াদ হাসান রঞ্জু, উপজেলা প্রতিনিধি, ভূঞাপুর- টাঙ্গাইল
প্রকাশিত: বুধবার ১৭ই জুন ২০২০ ১২:৪৫ অপরাহ্ন
করোনায় টাঙ্গাইলে নতুন করে আরও ৩০ জন আক্রান্ত

টাঙ্গাইলে নতুন করে আরও ৩০ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট করোনায় আক্রান্তের সংখ্যা হলো ৩৫৯ জন। নতুন আক্রান্ত ৩০ জন হলো- নাগরপুরে একজন, কালিহাতীতে দুইজন, বাসাইলে চারজন, সদরে দশজন ও মির্জাপুরে তেরোজন।

বুধবার (১৭ জুন) সকালে টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. মোঃ ওয়াহিদুজ্জামান আক্রান্ত হওয়ার কথা নিশ্চিত করেছেন। তিনি জানান, গত ১০ জুন ১০১ টি নমুনা পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়। ঢাকায় পাঠানো নমুনা থেকে প্রাপ্ত ফলাফলে আজ ৩০ জনের করোনা ভাইরাস পজিটিভ এসেছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা হলো ৩৫৯ জন।

এর মধ্যে চিকিৎসাধীন রয়েছেন ২২৬ জন। মৃত্যু হয়েছে ৬ জনের এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১২৭ জন। আক্রান্ত ব্যক্তিরা টাঙ্গাইল জেনারেল হাসপাতাল,  ঢাকা ও ময়মনসিংহের বিভিন্ন হাসপাতালের করোনা ডেডিকেটেড ইউনিটে এবং নিজ বাড়িতে চিকিৎসা নিচ্ছেন।