ঝিনাইদহে সাংবাদিকসহ নতুন আক্রান্ত আরও ৮ জন

নিজস্ব প্রতিবেদক
আতিকুর রহমান, জেলা প্রতিনিধি, ঝিনাইদহ
প্রকাশিত: শুক্রবার ২৬শে জুন ২০২০ ১২:৫৬ অপরাহ্ন
ঝিনাইদহে সাংবাদিকসহ নতুন আক্রান্ত আরও ৮ জন

ঝিনাইদহে সাংবাদিকসহ নতুন করে আরো ৮ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এরমধ্যে কালীগঞ্জ উপজেলায় কর্মরত এক সাংবাদিক রয়েছেন। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত হয়েছেন ১৬৫ জন। শুক্রবার সকালে বিষযটি নিশ্চিত করেছেন ঝিনাইদহ সিভিল সার্জন ডাঃ সেলিনা বেগম।ডাঃ সেলিনা বেগম জানান,

ঝিনাইদহে শুক্রবার কুষ্টিয়া ল্যাব থেকে ৪২ টি নমুনার রিপোর্ট এসেছে। এতে মোট ৮ জন আক্রান্ত হয়েছেন। এরমধ্যে ঝিনাইদহ সদরে ২ জন, কালীগঞ্জে ৩ জন, শৈলকুপায় ২ জন ও হরিণাকুন্ডুতে ১ জন আক্রান্ত হয়েছেন।তিনি আরও জানান, এ নিয়ে জেলায় মোট ১৬৫ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এরমধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭১ জন। জেলায় করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন দুইজন।