তালেবানের আমন্ত্রণে কাবুল সফরে পাকিস্তানের আইএসআই প্রধান

নিজস্ব প্রতিবেদক
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: রবিবার ৫ই সেপ্টেম্বর ২০২১ ০৭:১৫ পূর্বাহ্ন
তালেবানের আমন্ত্রণে কাবুল সফরে পাকিস্তানের আইএসআই প্রধান

পাকিস্তানের গোয়েন্দা সংস্থা ইন্টার-সার্ভিসেস ইন্টেলিজেন্সের (আইএসআই) প্রধান লেফটেন্যান্ট জেনারেল ফাইজ হামিদ আফগানিস্তানের রাজধানী কাবুলে পৌঁছেছেন। ভারতীয় বার্তা সংস্থা এএনআই বলেছে, দুই দেশের ভবিষ্যৎ সম্পর্ক নিয়ে আলোচনার জন্য তালেবানের আমন্ত্রণে আফগানিস্তানে গেছেন আইএসআইয়ের প্রধান। শনিবার পাকিস্তানের ঊর্ধ্বতন কর্মকর্তাদের একটি প্রতিনিধি দল নিয়ে কাবুলে পৌঁছান তিনি।


তালেবান শাসনের অধীনে আফগানিস্তানে এটাই পাকিস্তানের কোনও শীর্ষ কর্মকর্তার সফর।আল-জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, ফাইজ হামিদ কাবুল পৌঁছালে অনলাইনে সমালোচনায় মেতে উঠেছেন আফগান নাগরিকেরা।


কাবুলে পৌঁছে ফয়েজ হামিদ আফগানিস্তানে নিযুক্ত পাকিস্তানি রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাৎ করেন। তবে তালেবানের ঊর্ধ্বতন নেতাদের সঙ্গেও সাক্ষাতের কথা রয়েছে তার। পাকিস্তান ও আইএসআইয়ের বিরুদ্ধে তালেবানকে সহযোগিতা ও পৃষ্ঠপোষকতার অভিযোগ রয়েছে। যদিও তা অস্বীকার করে আসছে পাকিস্তান সরকার।