সিরাজগঞ্জে ২০০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ ২ জন গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
পারভেজ সরকার স্টাফ রিপোর্টার
প্রকাশিত: শনিবার ২রা ফেব্রুয়ারি ২০১৯ ১২:৪৮ অপরাহ্ন
সিরাজগঞ্জে ২০০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ ২ জন গ্রেফতার

শুক্রবার  রাত্রী ৯ ঘটিকার সময় র‌্যাব-১২, সিরাজগঞ্জের  সহকারী পুলিশ সুপার মোঃ রওশন আলী এর নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে সিরাজগঞ্জ জেলার তাড়াশ থানাধীন হামকুড়িয়া উত্তর শেখ পাড়া গ্রাম মেসার্স সমবায় মটর শ্রমিক ফিলিং ষ্টেশন (২) এর সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে নাটোর জেলার গুরুদাসপুর থানার মসিন্দা বাহাদুর পাড়া গ্রামের সোলাইমানের ছেলে নাজিমুদ্দিন চাঁদ ৪৫ ও একই থানার মসিন্দা শিকারপুর গ্রামের জালাল সরকারের ছেলে শাহীন সরকার ৩২ কে ২০০ পিছ ইয়াবা, ০১ টি মোটরসাইকেল, ০২ টি মোবাইলসেট ও ০৩ টি সিমকার্ডসহ হাতে নাতে গ্রেফতার করা হয়। পরবর্তীতে উদ্ধারকৃত আলামত ও গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে সিরাজগঞ্জ জেলার তাড়াশ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন মামলা প্রক্রিয়াধীন আছে