তজুমদ্দিনে চোরাই মালামালসহ আটক ১

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: সোমবার ৮ই এপ্রিল ২০১৯ ০৯:২৩ অপরাহ্ন
তজুমদ্দিনে চোরাই মালামালসহ আটক ১

ভোলার তজুমদ্দিনে দোকান চুরির মালামালসহ একজনকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় দোকান মালীক বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। তজুমদ্দিন থানার অফিসার ইনচার্জ ফারুক আহমেদ বলেন, শনিবার গভীর রাতে উপজেলার চাঁচড়া ইউনিয়নের কাটাখালী এলাকার মঞ্জুর মুদি দোকানে চুরির ঘটনা ঘটে। পরে দোকান মালিক মঞ্জু বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করলে পুলিশ ঘটনা তদন্তে নামে।

সন্দেহ জনকভাবে সোমবার সকালে উত্তর চাঁচড়া ১নং ওয়ার্ডের রতন সেরাংয়ের ছেলে ও চুরির মূলহোতা মঞ্জুকে (৩০) চাঁচড়া গুচ্ছুগ্রাম হতে আটক করে পুলিশ। পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদে মঞ্জুর স্বীকারোক্তি অনুযায়ী তার বসত ঘর থেকে চোরাই মালামাল উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় দোকান মালীক মঞ্জু অজ্ঞাতনামা আসামী করে মামলা দায়ের করেন। মঞ্জুর বিরুদ্ধে লালমোহন থানায় সিঁধেল চুরির মামলা রয়েছে।  

ইনিউজ ৭১/টি.টি. রাকিব