গণভবনে প্রবেশ করাতে ৭ লাখ টাকা ঘুষ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: রবিবার ৫ই জানুয়ারী ২০২০ ০১:০০ অপরাহ্ন
গণভবনে প্রবেশ করাতে ৭ লাখ টাকা ঘুষ

প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনে প্রবেশ করানোর কথা বলে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেয়া মামলায় গ্রেফতার চক্রের মূল হোতা মোঃ ফয়সাল হোসেনকে (৩৪) এক দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। শনিবার (৪ জানুয়ারি) ঢাকা মহানগর হাকিম বেগম মাহমুদা আক্তার এ আদেশ দেন।

এর আগে শুক্রবার (৩ জানুয়ারি) রাতে পল্লবী থানাথীন এলাকা থেকে ফয়সাল হোসেনকে শেরেবাংলানগর থানা পুলিশ গ্রেফতার করে। গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া থানার বন্নি গ্রামের মৃত ওমর আলী শেখের ছেলে তিনি।

জানা গেছে, গত ২৩ ডিসেম্বর গণভবনে প্রবেশের জন্য আসেন ঝালকাঠির সাবেক মেয়র আফজাল হোসেনের স্ত্রী শামসুন্নাহার। এ সময় তাকে ডেকে নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করানোর কথা বলে ৭ লাখ টাকায় চুক্তি করে চক্রটি। পরে ১ লাখ ৮০ হাজার টাকা হাতিয়ে নেয় তারা। এমনকি গত ২ জানুয়ারি প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের ব্যবস্থা করে দেওয়ার আগে ওই নারীর সব গহনাও নিয়ে নেওয়া হয়।

ইনিউজ ৭১/এম.আর