ঘুর্ণিঝড় ফণীর তান্ডবে ক্ষতিগ্রস্থ মানুষের জন্য ত্রাণ সামগ্রি এবং চিকিৎসা সেবা নিয়ে বরিশালের হিজলা উপজেলায় জাহাজ তিস্তা নিয়ে উপস্থিত হয়েছে বাংলাদেশ নৌবাহিনীর সদস্যবৃন্দ ।ত্রাণ সামগ্রি নিয়ে জাহাজ তিস্তা ৫ মে রবিবার দুপুরে হিজলায় উপস্থিত হয় । হিজলার ৬টি ইউনিয়নের ৫০০ পরিবারের মধ্যে বিতরণ কৃত ত্রাণ সামগ্রি প্রথমে গ্রহণ করেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান বেলায়েত হোসেন ঢালী এবং উপজেলা নির্বাহী অফিসার মোঃ আমিনুল ইসলাম । নৌবাহিনীর ত্রাণ সামগ্রি বিতরণের দায়িত্বে ছিলেন জাহাজ তিস্তার অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার এম, মোদাসেরুল হক। ত্রাণ সামগ্রির মধ্যে ছিলো চাল, ডাল, তেল, ঔষধ সহ ১১ প্রকার সামগ্রি । দুস্থদের ফ্রি চিকিৎসা সেবা প্রদান করেন, সিনিয়র মেডিকেল অফিসার সার্জেণ্ট লেফটেন্যান্ট কমান্ড এম, তরিকুল ইসলাম ।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।