কক্সবাজারের উখিয়ার জালিয়াপালং বনবিট এলাকায় অভিযান চালিয়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। ২১ মে (মঙ্গলবার) বিকেলে ইনানী ফাঁড়ির আইসি উপ-পরিদর্শক সিদ্ধার্থ সাহা, টুআইসি সহ-উপপরিদর্শক মো: সাইফুল অপরাপর পুলিশ সদস্যদের সহযোগিতায় জালিয়াপালং বনবিট কর্মকর্তা এইচএম জলিলুর রহমানের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানের বিষয়ে বিট কর্মকর্তা জলিলুর রহমান বলেন, জালিয়াপালং বনবিটের নিয়ন্ত্রণাধীন ২০১১ সনের সামাজিক বনায়নের বাগানের গাছ ও পাহাড় কেটে জালিয়াপালং জুমাপাড়া এলাকার মৃত মকবুল আহম্মদের ছেলে মো: বেলাল (৪৫) অবৈধ ভাবে বনভূমির জায়গা জবর দখলপূর্বক অবৈধ স্থাপনা তৈরি করে। অবৈধ স্থাপনা সরিয়ে নেওয়ার জন্য বনবিভাগ মৌখিক ভাবে একাধিকবার বললেও জবর দখলকারীরা তা কর্ণপাত করেনি। উচ্ছেদ অভিযানে এক হেক্টর সরকারি বনভুমি উদ্ধার করা হয়। সংশ্লিষ্টদের বিরুদ্ধে বন আইনে মামলা রুজু প্রক্রিয়া চলেছে বলেও তিনি জানান।
ইনিউজ ৭১/এম.আর
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।