ঝালকাঠিতে ইয়াবাসহ নারী আটক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: মঙ্গলবার ১৪ই মে ২০১৯ ০৩:৩৪ অপরাহ্ন
ঝালকাঠিতে ইয়াবাসহ নারী আটক

ঝালকাঠিতে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা থেকে পাথরঘাটাগামী বনফুল যাত্রীবাহী (ঢাকা মেট্রো-১৪-৯০৭৬) বাসটি ঝালকাঠি পৌরসভার পেট্রোলপাম্প মোড় এলাকায় পৌছাইলে ঝালকাঠি থানার অফিসার ইনচার্জ জনাব শোনিত কুমার গায়েন ও সঙ্গীয় অফিসার ফোর্সসহ উক্ত বাসের যাত্রী মোসাঃ রেনু বেগম (৪২) স্বামীঃ রুস্তম আলী হাওলাদার, গ্রামঃ পৌর ৪ নং ওয়ার্ড (বিআরটিএ সংলগ্ন ফেরীঘাট রোড) থানা-পাথরঘাটা, জেলা-বরগুনা এর দেহ তল্লাশী করিয়া রেনু বেগমের বাম পায়ের হাটুর নিচে ০৫(পাঁচ) টি নীল রংয়ের পলি প্যাকেটের মধ্যে ৮৬৬ পিচ ইয়াবা ট্যালেট এ্যাংক্লেট এবং কষ্টেপ দ্বারা পেচানো বাধা অবস্থায় উদ্ধার সহ আটক করেন। উক্ত আটককৃত রেনু বেগমের বিরুদ্ধে ০২টি মাদক মামলা এবং তাহার স্বামী-রুস্তম আলী হাওলাদারের বিরুদ্ধে ০৫ টি মাদক মামলা রহিয়াছে।

ইনিউজ ৭১/এম.আর