ছাত্রকল্যাণ পরিষদের সেবায় স্বস্তি, জবি’তে ভর্তিচ্ছু শিক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: রবিবার ১৫ই সেপ্টেম্বর ২০১৯ ০৫:২৩ অপরাহ্ন
ছাত্রকল্যাণ পরিষদের সেবায় স্বস্তি, জবি’তে ভর্তিচ্ছু শিক্ষার্থী

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি)-তে গঠিত শেরপুর জেলার ছাত্র-ছাত্রীদের সংগঠন ‘শেরপুর জেলা ছাত্রকল্যাণ পরিষদ’ এর সেবা পেয়ে খুব খুশি শেরপুর জেলার ভর্তিচ্ছু শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা। ভর্তিচ্ছু শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা যেন স্বস্তি ফিরে পেয়েছেন।

জানা গেছে, ভর্তি বিষয়ে প্রয়োজনীয় পরামর্শ সহায়তা দানের লক্ষে গঠন করা হয়েছে একটি উপকমিটি। ১৪ সেপ্টেম্বর শনিবার ইউনিট-৩ (বানিজ্য শাখা)’র ভর্তি পরীক্ষার দিন বিশ্ববিদ্যালয়ের সামনে স্থাপন করা হয়েছিল পরামর্শ বুথ। এ বুথের মাধ্যমে শেরপুর জেলা থেকে যাওয়া ভর্তিচ্ছু শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের শুভেচ্ছা ও অভিন্দন জানানোসহ ভর্তি বিষয়ে প্রয়োজনীয় সকল পরামর্শ সহায়তা প্রদান করা হয়। পরামর্শ গুলোর মধ্যে- ভর্তিচ্ছু পরীক্ষার্থীদের নিদৃষ্ট পরীক্ষার কেন্দ্রে নিয়ে যাওয়া, পরীক্ষার্থীদের আসন খোঁজে বেড় করে দেওয়া, জবি-তে পড়–য়া বড় ভাই-বোনদের পরিচয় করিয়ে দেওয়া, বিশেষ করে পরীক্ষায় ভালো করতে যথেষ্ট সাহস ও পরামর্শ প্রদান করা ছিল উল্লেখযোগ্য। এছাড়া ভর্তিচ্ছু পরীক্ষার্থী সকলকে কলম উপহার দেওয়াসহ দুপুরে হালকা নাস্তা করানোর দায়িত্বটাও পালন করেন ‘শেরপুর জেলা ছাত্রকল্যাণ পরিষদ’ এর আহবায়ক কমিটি ও পরামর্শ সহায়তা দানের লক্ষে গঠন করা সহায়তা বুথের উপকমিটির সদস্যরা।

শেরপুর থেকে যাওয়া ভর্তিচ্ছু পরীক্ষার্থী ও তাদের অভিভাবকরা জানান, ‘শেরপুর জেলা ছাত্রকল্যাণ পরিষদ’ এর আহবায়ক কমিটির সদস্যদের মধ্যে শ্রীবরদীর আবু নাঈম, শেরপুর সদর উপজেলার রকি, প্রত্যাশা, জিহাদ, মেহেদী ও নূর; নকলা উপজেলার নাহিদ, রিয়াদ ও শাকিল; শ্রীবরদী উপজেলার মারুফ ও আরমান; নালিতাবাড়ী উপজেলার রেদোয়ান ও রিয়াদ মোল্লা। পরামর্শ সহায়তা বুথের উপকমিটির সদস্যদের মধ্যে- আরমান হাসান, আবু রায়হান রকি, রিয়াদ মোল্লা, রাকিবুল ইসলাম রিয়াদ, ওমর আরাবি লিটন, আসলাম হোসাইন, রেদোয়ান আহমেদ, শান রাসেল, আনোয়ার হোসেন আনু ও রাইসুল সরকার ইমনের ভুমিকা ছিল প্রশংসনীয়।

তথ্য মতে, ১৪ সেপ্টেম্বর শনিবার ইউনিট-৩ (বানিজ্য শাখা)’র ভর্তি পরীক্ষা সকাল ও বিকাল দুই শিফটে অনুষ্ঠিত হয়।  এবছরের বাণিজ্য শাখার ভর্তি পরীক্ষায় ৬১০ আসনের বিপরীতে ২০ হাজার ৩০৭ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন। ফলে প্রতি আসনের বিপরীতে ৩৩ জন পরীক্ষার্থী ভর্তিযোদ্ধে লড়াই করেন। তবে ৬১০ টি আসনের মধ্য বাণিজ্য বিভাগে ৪৫০ জন পরীক্ষার্থী ভর্তি হওয়ার সুযোগ পাবেন; যা মোট পরীক্ষার্থীর প্রায় ৪৪ ভাগ। বাকী ১৫০ জন পরীক্ষার্থী অন্যান্য বিভাগে ভর্তির সুযোগ পাবেন বলে জানান বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ভর্তি পরীক্ষায় জোড় রোল নম্বরধারী ১০ হাজার ১২৬ জন পরীক্ষার্থী প্রথম শিফটে (সকালে) এবং বাকী ১০ হাজার ১৮১ জন পরীক্ষার্থী দ্বিতীয় শিফটে (বিকাল ৩টা থেকে ৪:৩০ টা পর্যন্ত) পরীক্ষায় অংশ প্রহন করেন।

জগন্নাথ বিশ্ববিদ্যলয়ের ভর্তি কমিটির প্রকাশিত ভর্তি পরীক্ষার সময়সূচি অনুযায়ী, ২০ সেপ্টেম্বর শুক্রবারে ইউনিট-২ (মানবিক শাখা); ২১ সেপ্টেম্বর শনিবার ইউনিট-১ (বিজ্ঞান শাখা) এবং ২৯ সেপ্টেম্বর রবিবারে সংগীত, চারুকলা, নাট্যকলা, ফিল্ম এন্ড টেলিভিশন বিভাগের ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।