ইন্দুরকানীতে সড়ক র্দুঘটনায় ৮ জন আহত হয়ার খবর পাওয়া গেছে। সোমবার বেলা ১২টার দিকে পিরোজপুর সন্যাসী সড়কের চন্ডিপুর চৌমোহনী নামক স্টান্ডে এঘটনা গটে।
প্রতক্ষ্যতর্শী ও এলাকাবাসীরা জানান সন্যাসী ঘাটথেকে গোলাপ পরিবহন নামের (যশোর-ব ০২-০০২২) ঐ গাড়িটি ছেড়ে আসে ১০/১২ জন যাত্রি ছিল গাড়িতে। হঠাৎ গাড়ির সম্মুখের একটি চাকা ফেটে গিয়ে চন্ডিপুর চৌমোহনী এলাকায় ফারুক হাওলাদারের একটি বন্ধ দোকানে ধাক্কা মারে এতে দোকানটি সম্পূর্ন ভেঙ্গে চুেে যায়।
এসময় গাড়িতে থাকা ৭/৮ জন যাত্রি আহত হয়। তাত তাতক্ষনিক আহতেদ নাম পরিচয় জানা যায়নি। র্দুঘটনার পর গাড়ির ড্রাইভার ও হেলপার পালিয়ে যায়। স্থানিয় লোকজন আহতদের উদ্ধার করে প্রথমিক চিকিৎস্যা দেন।
ইনিউজ ৭১/টি.টি. রাকিব
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।