গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক প্রজনন মৌসুমে মা-ইলিশ নিধনরোধে গত ৯ অক্টোবর ২০১৯ থেকে ৩০ অক্টোবর ২০১৯ পর্যন্ত দেশের প্রজনন এলাকায় সব ধরনের মাছ ধরা নিষেধ করা হয়েছে। এসময় আইনানুযায়ী সারাদেশে ইলিশ মাছের আহরণ, পরিবহন, মজুদ, বাজারজাতকরণ এবং কেনা বেচা নিষিদ্ধ থাকবে। উক্ত “মা ইলিশ রক্ষা অভিযান-২০১৯” পরিচালনায় কোস্ট গার্ড বাহিনী তৎপর ভূমিকা পালন করছে। “মা ইলিশ রক্ষা অভিযান-২০১৯” সফল করার লক্ষ্যে গত ০৯ অক্টোবর ২০১৯ তারিখ হতে বাংলাদেশ কোস্ট গার্ড বাহিনী একক ও যৌথভাবে বিভিন্ন অভিযানে অংশ গ্রহন করছে।
উক্ত অভিযানে বাংলাদেশ কোস্ট গার্ড বাহিনীর ০৫ টি ঘাঁটি, ২৩ টি ছোট-বড় জাহাজ এবং ৫৮ টি স্থায়ী ও ০৪ টি অস্থায়ী কন্টিনজেন্ট এর সদস্যগন শতাধিক কোস্ট গার্ড বোট ও ভাড়াকৃত বোটের মাধ্যমে দেশের বিভিন্ন নদীতে সর্বদা টহলে নিয়োজিত রয়েছে। এসকল টহল পরিচালনার মাধ্যমে গত ১২ দিনে এপর্যন্ত সর্র্বমোট প্রায় ৮০ লক্ষ মিটার কারেন্ট জাল ও অন্যান্য অবৈধ জাল, ৭০ টি ইঞ্জিন চালিত কাঠের বোট ও ২০ হাজার কেজি অবৈধভাবে আহরিত মা-ইলিশ এবং ৪০৪ জন জেলেকে অবৈধভাবে মাছ ধরার অপরাধে আটক করে। উল্লেখ্য যে, জব্দকৃত মালামালের আনুমানিক বাজার মূল্য প্রায় ৩৮ কোটি টাকা।
পরবর্তীতে জব্দকৃত জালগুলোকে স্থানীয় ম্যাজিস্ট্রেট ও মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয় এবং জব্দকৃত মাছ স্থানীয় এতিম ও দুস্থদের মাঝে বিতরণ করা হয়। এছাড়াও আটককৃত জেলেদেরকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান ও জরিমানা করা হয়। বাংলাদেশ কোস্ট গার্ড বাহিনীর এখতিয়ারভূক্ত এলাকাসমূহে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ, জননিরাপত্তার পাশাপাশি জলদস্যুতা, ডাকাতি দমনে ও মা-ইলিশ রক্ষায় কোস্ট গার্ডের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
ইনিউজ ৭১/এম.আর
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।