রাজধানীসহ দেশের কয়েকটি বিভাগীয় শহরে গত দুদিন থেকে মাঝারী, কখনো বা হালকা বৃষ্টি অব্যাহত রয়েছে। আজ শুক্রবার সকালেও রাজধানীতে গুড়িগুড়ি বৃষ্টি হয়েছে। আজও সারাদেশে মাঝারী থেকে ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অফিস। আবহাওয়া অধিদপ্তরের খবরে বলা হয়েছে, চলমান এ অবস্থা আগামী ৪৮ ঘন্টার মধ্যে তেমন পরিবর্তন হবেনা। ফলে উত্তরের বিভাগীয় শহর রাজশাহী, রংপুরসহ রাজধানী ঢাকা, বরিশাল, খুলনা ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় স্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারী ধরণের ভারী বর্ষণ হতে পারে।
আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, অন্ধ্র উপকূলের অদূরে পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে অবস্থানরত সুস্পষ্ট লঘু চাপটি উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে বর্তমানে উপকূলীয় অন্ধ্রপ্রদেশ- উড়িষ্যা এবং পাশ্ববর্তী এলাকায় অবস্থান করছে। লঘুচাপের বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগরে অবস্থান করছে। ফলে সমুদ্র শান্ত থকায় বন্দরসমূহকে কোনো সতর্কতা সংকেত দেখাতে বলা হয়নি।
আজ সারাদেশে দিনের এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে। ঢাকায় বাতাসের গতিবেগ ঘন্টায় ৮-১২ কিলোমিটার। এদিকে, রাজধানী ঢাকা ও পাশ্ববর্তী এলাকার পরবর্তী ৬ ঘন্টার আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ মেঘলা থাকতে পারে। বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা ৫টা মিনিটে। আগামীকালের সূর্যোদয় ভোর ৬টা।
ইনিউজ ৭১/এম.আর
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।