কালকিনিতে অবৈধ ট্র্যাক্টরের দখলে সড়ক দেখার কেউ নেই

নিজস্ব প্রতিবেদক
মোঃ আতিকুর রহমান আজাদ,উপজেলা প্রতিনিধি কালকিনি (মাদারীপুর)
প্রকাশিত: মঙ্গলবার ২৯শে অক্টোবর ২০১৯ ০৫:৪৭ অপরাহ্ন
কালকিনিতে অবৈধ ট্র্যাক্টরের দখলে সড়ক দেখার কেউ নেই

অবৈধ ট্র্যাক্টরের দখলে সড়ক। দেখার কেউ নেই। মাদারীপুরের কালকিনি উপজেলার প্রতিটি গুরুত্বপূর্ন সড়কে অবৈধ ভাবে ইঞ্জিন চালিত হালচাষ করা ট্র্যাক্টরের দখলে। আর এর প্রভাব দিন দিন ছরিয়ে পরছে হাইওয়ে রাস্তাগুলোতে। বেশির ভাগ দূর্ঘটনা ঘটছে এসব অবৈধ ট্র্যাক্টরের কারনে। রাস্তা ঘাটে সাভাবিক ভাবে চলতে পারছে না কোন গাড়ি। সরেজমিন ঘুরে দেখা যায় কালকিনি কিছু প্রবাভশালী লোক এসব ইঞ্জিন চালিত হালচাষ করা ট্র্যাক্টর ক্রয় করে এনে ট্র্যাক্টরের পিছনে ট্র্যাকের বড় বডি সংযোগ করে সড়কের অন্যসব গাড়ির মত চালাতে দেখা যায়।

ইঞ্জিন এবং বডি সম্পূর্ন আলাদা বিদায় মাঝে মধ্যে ঘটছে বড় ধরনে দূর্ঘটনা। আর বেশির ভাগ সময় দেখা যায় বালু,ইট বোঝাই করে হাইওয়েসহ ছোট বড় সব রাস্তায় চলতে। এতোটা ভারি নিয়ে চলার কারন ও ট্র্যাক্টরের বড় চাকার কারনে উপজেলার ছোট রাস্তা গুলি নষ্ট হয়ে চলার অনুপুগি হয়ে যায়। বহন করা বালু ঢেকে না রাখার কারনে বাতাসে উরে স্কুল কলেজের ছাত্র/ ছাত্রীসহ জনসাধারনের চোঁখের ক্ষতিও হচ্ছে। এলাকার সচেতন ও সুশিল সমাজের দাবি, এখনি যদি এসব অবৈধ ট্র্যাক্টর সড়কের থেকে অপসারন না করা যায় তাহলে কালকিনিতে যে ভাবে দিনদিন অবৈধ ট্র্যাক্টর বাড়ছে এর প্রভাব খুব ভয়াবহ হয়ে দারাবে।

এ সময় তারা আরও বলেন, নাম প্রকাশে অনেচ্ছুক একাধিক ব্যক্তি বলেন,প্রশাসন যদি ইচ্ছে করে তাহলে একদিনের মধ্যে এসব অবৈধ ট্র্যাক্টর সড়কে চলা বন্ধ হবে। আর কালকিনি বাসি সড়কে দূর্ঘটনা,রাস্তাঘাট নষ্টের হাত থেকে রক্ষা পাবে। বলেই যাব কিন্তু কি লাভ, দেখার কেউ নেই। এ ব্যাপারে কালকিনি উপজেলার নির্বাহী কর্মকর্তা মোঃ আমিনুল ইসলাম বলেন, খুব তারাতারি এসব অবৈধ ট্র্যাক্টরের ব্যাবস্থা নেয়া হচ্ছে। 

ইনিউজ ৭১/এম.আর