ঢাকা জেলার ৪ বারের শ্রেষ্ঠ করদাতা হলেন রোমান ভূইয়া

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: শুক্রবার ১৫ই নভেম্বর ২০১৯ ০৭:৩৭ অপরাহ্ন
ঢাকা জেলার ৪ বারের শ্রেষ্ঠ করদাতা হলেন রোমান ভূইয়া

২০১৬ থেকে ২০১৯ অর্থ বছরে সর্বোচ্চ আয়কর পরিশোধ করায় জাতীয়ভাবে পরপর ৪ বার  ঢাকা জেলার শ্রেষ্ঠ  করদাতা নির্বাচিত হয়েছেন আশুলিয়ার কৃতি সন্তান বন্ধণ ডিষ্ট্রিবিউশন এন্ড সাপলাই এবং নায়ফা ট্রেড বিডি লিমিটেড নামের দুটি প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী মোঃ তানভীর আহম্মদ রোমান ভূইয়া। 

বৃহস্পতিবার বিকালে ঢাকার ওয়াটার গার্ডেন হোটেল রেডিসন ব্লু এ আয়োজিত ট্যাক্স কার্ড ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে তার হাতে সম্মাননা পদক তুলে দেয়া হয়। এ সময়ে অনুষ্ঠানের প্রধান অতিথী অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এ তরুণ ক্যাটাগরি সেরা করাদাতার হাতে সম্মানণা হিসেবে ক্রেষ্টসহ ট্যাক্স কার্ড তুলে দেন। অনুষ্ঠানে বিশেষ অতিথী ছিলেন মাননীয় প্রধান মন্ত্রীর অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ড. মসিউর রহমান ও অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আবুল হাসান মাহমুদ আলী (এমপি)।

ঢাকা জেলার নির্বাচিত এই সেরা করদাতা তিনি আশুলিয়ার জামগড়া এলাকার আলহাজ্ব সফিল উদ্দিন ভূইয়ার ছেলে। এ নিয়ে তিনি মোট চারবার সেরা করদাতা নির্বাচিত হন।  বড় ব্যবসায়ী হয়ে দেশের অর্থনীতিতে বিশেষ  অবদান রাখাই তার ভবিষ্যৎ পরিকল্পনা বলে জানান এই তরুণ সেরা করদাতা তানভীর আহম্মদ রোমান ভূইয়া।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব