পিরোজপুরের ভান্ডারিয়ার কৃতিসন্তান, বিশিষ্ট ব্যবসায়ী, সমাজ সেবক, ভান্ডারিয়া উন্নয়ণ পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক, ভান্ডারিয়া পেশাজীবি পরিষদ, চট্রগ্রাম এর প্রতিষ্ঠাতা সৈয়দ মাইনুল ইসলাম মইন সমাজ সেবায় বিশেষ অবদান রাখার জন্য হিউম্যান রাইটস এ্যাওয়ার্ড-২০১৮ পুরুষ্কার পেয়েছেন।গত ০৬ নভেম্বর বাংলাদেশ পরিবেশ ও মানবাধিকার বাস্তবায়ন সোসাইটির উদ্যোগে কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরি মিলনায়তনে এক অনারম্ভর অনুষ্ঠানের মাধ্যমে সম্মাননা প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রনালয়ের মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, অনুষ্ঠানের উদ্ভোধন করেন শিল্প মন্ত্রনালয়ের মন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকেন উম্মে ফাতেমা নাজমা বেগম (শিউলি আজাদ) সংসদ সদস্য, মোহাম্মদ হারুন অর রশীদ বিপিএম, পিপিএম (বার), পুলিশ সুপার, নারায়নগঞ্জ, মোঃ ইস্কান্দার মির্জা শামীম, সহ সম্পাদক, দপ্তর উপ-কমিটি, বাংলাদেশ আওয়ামীলীগ, সভাপতিত্ব করেন সোসাইটির চেয়ারম্যান ইব্রাহিম পাটোয়ারী।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।