সরকারের দেওয়া নানা প্রণোদনার পরও সংকট কাটছে না দেশের প্রধান রপ্তানি আয়ের খাত তৈরি পোশাক শিল্পের। আর্থিক সক্ষমতার অভাবে এই খাতের অসংখ্য শ্রমিক চাকরি হারাচ্ছেন। গতকাল মঙ্গলবার বিজিএমইএর দেওয়া এক পরিসংখ্যানে বলা হয়, চলতি বছরের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত গত ১০ মাসে আর্থিক সমস্যার কারণে ৬০ পোশাক কারখানা বন্ধ হয়ে গেছে। এতে চাকরি হারিয়েছেন ২৯ হাজার ৫৯৪ জন শ্রমিক।
গতকাল বিজিএমইএর সভাপতি রুবানা হক হোয়াটসঅ্যাপ বার্তায় এ তথ্য জানান। তিনি বলেন, ‘আর্থিক সমস্যার কারণে চলতি বছরের প্রথম ১০ মাসে দেশের ৬০ পোশাক কারখানা বন্ধ হয়ে গেছে। এতে ২৯ হাজারের বেশি শ্রমিক বেকার হয়ে পড়েছেন।’
ইনিউজ ৭১/এম.আর
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।