কাউখালী উপজেলায় সমাপনী পরীক্ষায় শীর্ষে মডেল স্কুল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: মঙ্গলবার ৩১শে ডিসেম্বর ২০১৯ ০৮:৫৩ অপরাহ্ন
কাউখালী উপজেলায় সমাপনী পরীক্ষায় শীর্ষে মডেল স্কুল

প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় পিরোজপুরের কাউখালী উপজেলায় এবার পাসের হার ৯৯ দশমিক ৮০শতাংশ।  উপজেলায় ৯৪৩ জন পরীক্ষায় অংশ নেয়। পাস করে ৯৪১ জন। সামান্য কমেছে জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যা। উপজেলায় জিপিএ-৫ পেয়েছে ১২৬ জন। এর মধ্যে ছেলে ৫১ জন, মেয়ে ৭৫ জন। জিপিএ-৫ প্রাপ্তির দিক দিয়ে এগিয়ে রয়েছে মেয়েরা।

ফলাফলে কাউখালী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় উপজেলার মধ্যে সাফল্যের শীর্ষে রয়েছে। এই স্কুল থেকে ৮৯ জন পরীক্ষায় অংশ নেয়। ৪৩ জন জিপিএ-৫-সহ শতভাগ পাস করেছে। বিগত বছরগুলোতেও এই বিদ্যালয়ে শতভাগ পাস করার রেকর্ড রয়েছে।

মডেল সরকারি বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুব্রত রায় বলেন, শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের পারস্পরিক প্রচেষ্টায়ই ভাল ফলাফল করা সম্ভব হয়েছে। এ ছাড়া ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষায় উপজেলায় ৪টি জিপিএ ৫ সহ পাসের হার ৯১.২৩ শতাংশ।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব