মঠবাড়িয়ায় কমিশন না নেওয়ার ঘোষণা চিকিৎসকদের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: শনিবার ৪ঠা জানুয়ারী ২০২০ ১২:৩৫ অপরাহ্ন
মঠবাড়িয়ায় কমিশন না নেওয়ার ঘোষণা চিকিৎসকদের

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকরা বেসরকারি ডায়াগনস্টিক সেন্টার ও ক্লিনিক থেকে চিকিৎসার নামে কমিশন বাণিজ্য বর্জনের ঘোষণা দিয়েছেন। তা ছাড়া প্রতিদিন হাসপাতালে কর্মদিবসের শুরুতে কোনো চিকিৎসক আর্থিক সুবিধার জন্য কোনো প্রাইভেট রোগী দেখবেন না বলেও ঘোষণা দেন। 

গত বৃহস্পতিবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে স্থানীয় গণমাধ্যম কর্মীদের সঙ্গে জরুরি মতবিনিময়সভা করে চিকিৎসাসেবার মান উন্নয়নে হাসপাতাল কর্তৃপক্ষ এ ঘোষণা দেয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আলী আহসানের সভাপতিত্বে মতবিনিময়সভায় বক্তব্য দেন ডা. ফেরদৌস ইসলাম, ডা. সোনিয়া আক্তার, ডা. প্রিয়াংকা হালদার, ডা. আশীষ কুমার দেবনাথ, ডা. রাকিবুর রহমান প্রমুখ।

সভায় চিকিৎসাসেবার মান উন্নয়নে ও রোগীদের হয়রানি বন্ধে অফিস সময়ের আগে প্রাইভেট প্র্যাকটিস না করা, হাসপাতাল শতভাগ দালালমুক্ত করা, ২৪ ঘণ্টা স্বাভাবিক প্রসূতি সেবা, ফ্রি সিজারিয়ান অপারেশন, প্যাথলজি বিভাগে পরীক্ষা-নিরীক্ষার মান বৃদ্ধি, হাসপাতালের স্বাস্থ্যসম্মত পরিবেশ সুরক্ষা, ডায়াগনস্টিক সেন্টারে রোগী রেফারের নামে অর্থ বাণিজ্য না করাসহ হাসপাতালের সার্বক্ষণিক নিরাপত্তা বিষয়ে তথ্যচিত্র প্রদর্শন করা হয়।

এ বিষয়ে মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলী আহসান বলেন, ‘জনস্বার্থে চিকিৎসাসেবার মান উন্নয়নে নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। আমরা আশা করছি, তাতে সরকারি হাসপাতালে জনসাধারণ মানসম্মত চিকিৎসাসেবা পাবেন।’

ইনিউজ ৭১/এম.আর