স্কুলছাত্রীকে ধর্ষন চেষ্টা, ৭০ বছরের বৃদ্ধা গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: রবিবার ১২ই জানুয়ারী ২০২০ ০৪:৩৬ অপরাহ্ন
স্কুলছাত্রীকে ধর্ষন চেষ্টা, ৭০ বছরের বৃদ্ধা গ্রেফতার

পিরোজপুরের ইন্দুরকানীতে এক স্কুল ছাত্রীকে ধর্ষন চেষ্টার অভিযোগে পুলিশ ফিরোজ তালুকদার নামের এক বৃদ্ধাকে গ্রেফতার করেছে।

শনিবার নলবুনিয়া গ্রামের সোমেদ তালুকদারের ছেলে ফিরোজ তালুকদার (৭০) তার প্রতিবেশী পঞ্চম শ্রেণির এক স্কুল ছাত্রীকে ঘরে একা পেয়ে ধর্ষনের চেষ্টা চালায়। ঐ স্কুল ছাত্রীর ডাক চিৎকার শুনে এলাকাবাসী এগিয়ে এলে ফিরোজ তালুকদার পালিয়ে যায়। ঐ স্কুল ছাত্রীর মা শনিবার সন্ধ্যায় বাদী হয়ে ইন্দুরকানী থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করলে পুলিশ ফিরোজ তালুকদারকে আটক করে জেল হাজতে পাঠিয়েছে।

ইন্দুরকানী থানার ওসি হাবিবুর রহমান জানান, ধর্ষণ চেষ্টার মামলা হলে ফিরোজ তালুকদারকে গ্রেফতার করে  পিরোজপুর আদালতে পাঠানো হয়েছে। 

ইনিউজ ৭১/টি.টি. রাকিব